মিডিয়ার উদ্দেশে যে বার্তা দিলেন ‘মার্চ ফর গাজা’র আয়োজকরা
 প্রকাশিত: 
 ১২ এপ্রিল ২০২৫ ১১:৩৩
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১১:০৬
                                ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি থেকে সাংবাদিকদের কাছে সহযোগিতা চেয়ে মিডিয়ার উদ্দেশ্যে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। মঞ্চ থেকে বলা হয়েছে, মিডিয়ার কর্মী, সাংবাদিক এবং আমাদের স্বেচ্ছাসেবক কেউ কারো বিরুদ্ধে না। কাজেই আপনারা আমাদের সহযোগিতা করবেন। আপনারা সমাজের চতুর্থ স্তম্ভ। আপনাদের কারণে আমরা ফিলিস্তিনের মুসলিমদের ওপর নৃশংস হামলার খবর পেয়েছি।
শনিবার (১২ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে এমন ঘোষণা দেওয়া হয়।
কর্মসূচি থেকে মিডিয়ার উদ্দেশ্যে বলা হয়, আমরা ফিলিস্তিনের উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছি। আপনারা আমাদের কাজে সহযোগিতা করবেন। এই মুহূর্তে মিডিয়া স্বাধীন, আপনারা স্বাধীনভাবে লিখতে পারছেন। আশা করি আপনারা আমাদের কর্মকান্ডকে সফলভাবে সম্পন্ন করার জন্য আন্তরিক সহযোগিতা করবেন। আপনাদের কারণেই আমরা আজকে প্রতিনিয়ত প্রতিমুহূর্তে খবর পাচ্ছি ফিলিস্তিনের ভাইদের কীভাবে হত্যা করা হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে, ধ্বংস করা হচ্ছে। আপনারা দায়িত্বশীল। আপনাদেরকে আমরা আমাদের পাশে পেতে চাই, অনেক সহযোগিতা পেতে চাই। আমরা কেউ কারো প্রতিদ্বন্দ্বি না। আপনারা আমাদেরকে নিঃস্বার্থভাবে সহযোগিতা করুন, আমাদের পাশে দাঁড়ান, আমরা ফিলিস্তিনের পক্ষে আছি।
এদিন মার্চ ফর গাজার কর্মসূচিতে অংশগ্রহণকারীদের সঙ্গে সাংবাদিকদের একাংশের কথা কাটাকাটির ঘটনা ঘটে। এরপরই কর্মসূচির মঞ্চ থেকে সবার উদ্দেশ্যে এই দৃষ্টি আকর্ষণ করা হয়।
দেশি-বিদেশি মিডিয়াও কর্মসূচিতে উপস্থিত হয়েছে। মঞ্চের ভেতরে প্রবেশ করার ক্ষেত্রে মিডিয়ার সাংবাদিকদের পরিচয়পত্র দেখাতে অনুরোধ করা হয়। পরিচয়পত্র এবং কার্ড ছাড়া কেউ যেন ভিতরে প্রবেশ না করেন সে বিষয়ে অনুরোধ করা হয়।
এদিকে, আজকের কর্মসূচির যারা মেহমান তারা মঞ্চে যাবেন। বাকিদেরকে মঞ্চে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে। কর্মসূচিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম পাঠ করবেন একটি ঘোষণাপত্র করবেন এবং মোনাজাতের মধ্য দিয়ে আজকের কর্মসূচি শেষ হবে বলে জানানো হয়েছে। এদিন সকাল থেকেই সারাদেশের আগত মুসল্লিরা অংশ নিয়েছেন মার্চ ফর গাঁজা কর্মসূচি।
ইবনে সিনাসহ দশটি মেডিকেল বুথ চিকিৎসা সেবা দিতে প্রস্তুত আছে বলে ঘোষণা দেওয়া হয়েছে মার্চ ফর গাজার কর্মসূচি থেকে।
আয়োজক কমিটি বলেন, কর্মসূচিতে আগত সবার জন্য আমরা মেডিকেল বুথ স্থাপন করেছি। প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়ার জন্য প্রয়োজনীয় ওষুধপত্রসহ উপকরণাদি রয়েছে এ বুথগুলোতে।
প্রাথমিকভাবে পানি, স্যালাইনসহ সবকিছুই রাখা হয়েছে। অবস্থান করছেন চিকিৎসক, স্বেচ্ছাসেবকসহ সংশ্লিষ্টরা। প্রতিটি মেডিকেল বুথে স্বেচ্ছাসেবকরা অনবরত কাজ করে যাচ্ছেন।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: