বৃহঃস্পতিবার, ২৫শে ডিসেম্বর ২০২৫, ১১ই পৌষ ১৪৩২


রণবীরের প্রশংসায় পঞ্চমুখ নওয়াজউদ্দিন


প্রকাশিত:
২৫ ডিসেম্বর ২০২৫ ১৩:৪৫

আপডেট:
২৫ ডিসেম্বর ২০২৫ ১৫:৪০

ফাইল ছবি

২০১০ সালে ‘ব্যান্ড বাজা বারাত’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল রণবীর সিংহের। দেখতে দেখতে ক্যারিয়ারের ১৫ বছর পার করে ফেলেছেন তিনি। কখনো রোমান্টিক হিরো, কখনো খলনায়ক, আবার কখনো কৌতুকাভিনেতা সব রূপেই দর্শকদের মুগ্ধ করেছেন এই অভিনেতা।

সম্প্রতি ‘ধুরন্ধর’ ছবিতে ‘হামজ়া’ চরিত্রে তার অভিনয় নতুন করে প্রশংসিত হচ্ছে সব মহলে। তবে এই জাত অভিনেতার গড়ে ওঠার নেপথ্যে যার বড় অবদান রয়েছে, তিনি আর কেউ নন; বর্তমান সময়ের শক্তিশালী অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি।

খুব কম মানুষই জানেন, রণবীর যখন বলিউডে প্রথম পা রাখেন, তখন তাকে অভিনয়ের খুঁটিনাটি শিখিয়ে প্রস্তুত করার দায়িত্ব ছিল নওয়াজের কাঁধে। ন্যাশনাল স্কুল অফ ড্রামার (এনএসডি) প্রাক্তনী নওয়াজউদ্দিন তখন বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করার লড়াই চালাচ্ছিলেন। সে সময় রণবীরের প্রথম ছবি ‘ব্যান্ড বাজা বারাত’-এর জন্য তাকে প্রশিক্ষণ দিয়েছিলেন নওয়াজ।

প্রথম ছবিতেই রণবীর শ্রেষ্ঠ নবাগত অভিনেতার পুরস্কার জয় করেছিলেন। তবে এই সাফল্যের পুরো কৃতিত্ব নিজে নিতে নারাজ নওয়াজউদ্দিন। বরং তিনি একে রণবীরের নিজস্ব দক্ষতা হিসেবেই দেখছেননওয়াজ বলেন, ‘রণবীরের মধ্যে শুরু থেকেই একজন বড় অভিনেতা হওয়ার সব গুণ ছিল। আমি শুধু তাকে সঠিক দিশা দেখানোর চেষ্টা করেছি।’

স্মৃতিচারণ করে নওয়াজউদ্দিন জানান, বিট্টু শর্মা চরিত্রের জন্য রণবীরকে বেশ কিছুদিন অভিনয়ের কর্মশালা বা ওয়ার্কশপ করিয়েছিলেন তিনিতার কথায়, ‘আমি আসলে সেই সময় অভিনয় শিখতে চাওয়া প্রত্যেকের জন্যই প্রস্তুত ছিলামরণবীরও সেই কর্মশালার অংশ ছিলতবে আমি বিশ্বাস করি না যে শুধু ওয়ার্কশপ করলেই কেউ অভিনেতা হয়ে যায়রণবীরের নিজস্ব প্রতিভা ছিল বলেই আজ সে এই অবস্থানে।’

তিনি আরও বলেন, ‘একজন শিক্ষক হিসেবে আমি কেবল তাকে দক্ষতা ব্যবহারের উপায়গুলো দেখিয়েছি। কিন্তু দিনশেষে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কাজটা অভিনেতাকেই করতে হয়। রণবীর সেটা দারুণভাবে পেরেছে।’



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top