সোমবার, ২৭শে অক্টোবর ২০২৫, ১২ই কার্তিক ১৪৩২


থালাপতি বিজয়ের সম্পদের পরিমাণ কত?


প্রকাশিত:
১৮ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪৯

আপডেট:
২৭ অক্টোবর ২০২৫ ১৫:৫৮

ছবি : সংগৃহীত

দক্ষিণ ভারতের তামিলের জনপ্রিয় অভিনেতা জোসেফ বিজয় চন্দ্রশেখর। মানুষ তাকে চেনেন থালাপতি বিজয় নামে। তবে কেবল সিনেমাতে নয়, বাস্তব জীবনে বিজয় সত্যিকারের সুপারস্টার।

বিজয় ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের একজন। তাই তার সম্পদের পরিমাণ নিয়ে মানুষের আগ্রহ আছে। বিভিন্ন সংবাদমাধ্যমে নানা সময়ে বিজয়ের সম্পদ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

বিজয়ের আর্থিক সাফল্য তার সিনেমার চিত্রনাট্যের মতোই চমকপ্রদ। ২০১৯ সাল থেকে তিনি কলিউডের শীর্ষ আয়কারীদের মধ্যে আছেন। তার বার্ষিক আয় ১০০ থেকে ১২০ কোটি রুপির মধ্যে। এটা মূলত সিনেমা ও ব্র্যান্ড প্রমোশন থেকে পাওয়া আয়।

হিন্দুস্তান টাইমসের তথ্য অনুযায়ী, বিজয়ের আয়ের বড় অংশ আসে ধারাবাহিক বক্স অফিস হিট ও হাই-প্রোফাইল ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকে। বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের সঙ্গে তার চুক্তি আছে। সেখান থেকে বছরে প্রায় ১০ কোটি রুপ আয় হয়।

জিকিউ ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, চেন্নাইয়ের নীলাঙ্কারাই বিজয়ের সমুদ্রপাড়ে বিজয়ের বিলাসবহুল একটি বাংলো রয়েছে, যার মূল্য প্রায় ৯.৬ মিলিয়ন ডলার (৮০ কোটি রুপি)।

এছাড়া বিজয়ের আরও কয়েকটি সম্পত্তি রয়েছে তিরুভল্লুর, তিরুপোরুর, তিরুমাঝিসাই ও ভান্ডালুর এলাকায়। এসব সম্পত্তির আনুমানিক মূল্য প্রায় ১২ মিলিয়ন ডলার (১০০ কোটি রুপি)।

বিজয়ের সংগ্রহের বহরে বেশি কিছু বিলাসবহুল গাড়িও আছে। তার গাড়ির সংগ্রহে রয়েছে—রোলস রয়েস গোস্ট, বিএমডাব্লিউ এক্স৫ ও এক্স৬, অডি এ৮ এল, রেঞ্জ রোভার ইভোক, ফোর্ড মাস্ট্যাং, মার্সিডিজ বেঞ্জ জিএলএ, ভলভো এক্সসি৯০।

এর মধ্যে রোলস রয়েস গোস্টের বাজারমূল্য ২ কোটি ৫০ লাখ রুপি, অডি এ৮ এলের বাজারমূল্য ১ কোটি ১৭ লাখ রুপি, রেঞ্জ রোভার ইভোক ৬৫ লাখ রুপি, ফোর্ড মাস্ট্যাং ৭৪ লাখ রুপি, মার্সিডিজ বেঞ্জ জিএলএ, ৮৭ লাখ রুপি, ভলভো এক্সসি৯০ ৮৭ লাখ রুপি।

জিকিউ ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, বর্তমানে বিজয়ের মোট সম্পদের পরিমাণ প্রায় ৫৭ মিলিয়ন ডলার (প্রায় ৪৭৪ কোটি রুপি)।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top