মঙ্গলবার, ২৮শে অক্টোবর ২০২৫, ১২ই কার্তিক ১৪৩২


খায়রুলের পরিবর্তে কাকে নেওয়া হলো কলকাতার


প্রকাশিত:
৪ আগস্ট ২০২৫ ০৯:০৩

আপডেট:
২৮ অক্টোবর ২০২৫ ০৪:৪৪

ছবি সংগৃহীত

পরিচালক এম এন রাজের আসন্ন ছবি ‘ভালোবাসার মরশুম’ ঘিরে ইতোমধ্যেই টালিগঞ্জে দেখা দিয়েছে উত্তেজনা। ছবির মূল চরিত্রে থাকছেন থ্রি ইডিয়টস খ্যাত অভিনেতা শারমান যোশী। এছাড়াও থাকছেন ওপার বাংলার সুস্মিতা চ্যাটার্জি ও বাংলাদেশি অভিনেত্রী তানজিন তিশা।

তবে শুরুর ঘোষণা অনুযায়ী, বাংলাদেশের আরও এক জনপ্রিয় অভিনয় শিল্পী খায়রুল বাশারেরও এই সিনেমায় থাকার কথা ছিল। কিন্তু পরে সেখান থেকে সরে আসেন খায়রুল।

খায়রুল নিজেই জানান, শিডিউল না মেলায় এই ছবির কাজ থেকে সরে দাঁড়িয়েছেন অভিনেতা। সেপ্টেম্বরের শুরুতেই ‘ভালোবাসার মরশুম’ সিনেমার শুটিং শুরুর কথা থাকলেও একই সময়ে বাংলাদেশে তার একটি সিনেমার কাজ রয়েছে। তাই শিডিউল মেলানো সম্ভব না হওয়ায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হন খায়রুল।

যেহেতু খায়রুল সরে আসেন, তাই তার বিকল্প চূড়ান্ত করেন পরিচালক। জানা গেছে, টালিউডের তরুণ অভিনেতা গৌরব রায়চৌধুরী আসছেন খায়রুলের পরিবর্তে। গৌরব এর আগেও টালিউডের ‘একন্নবর্তী’ সিনেমায় কাজ করে পরিচিতি পান।

এই সিনেমায় খায়রুল বাশারকে নিয়ে ভাবা হয়েছিল একটি গুরুত্বপূর্ণ চরিত্রেই। সিনেমাটির গল্পপটে, ‘আবির’ নামে এক কলেজ প্রফেসরের ভূমিকায় শারমান জোশি, যার জীবনে এক সময় ছিল ‘পারমিতা’ নামের প্রেমিকা- সুস্মিতা চ্যাটার্জি। কিন্তু অতীতের সেই সম্পর্ক এখনও আবিরকে তাড়া করে বেড়ায়। এদিকে ‘হিয়া’ (তানজিন তিশা) সেই আবিরের ছাত্র, যিনি ধীরে ধীরে তার প্রেমে পড়ে যান। যদিও পরে আবির-হিয়ার বিয়ে হয়, কিন্তু তারপর সম্পর্ক পাল্টে যেতে থাকে। কেন আবির হিয়াকে এড়িয়ে চলতে শুরু করে-সেই রহস্য ঘিরেই তৈরি হয় নতুন উত্তেজনা, যার মাঝে হাজির হয় খায়রুল বাশারের চরিত্র। কিন্তু অভিনেতা সরে আসায় সেই রহস্যময় চরিত্রে দেখা যাবে গৌরব রায়চৌধুরীকে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top