হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হচ্ছে কিউআর কোড ফিচার
 প্রকাশিত: 
 ৩ নভেম্বর ২০২৪ ০৬:৫৩
 আপডেট:
 ২৭ অক্টোবর ২০২৫ ২২:১৬
 
                                জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। শিগগিরই হোয়াটসঅ্যাপে চ্যানেল ফিচারের সাথে কিউআর কোড সংযোগ ফিচার চালু হতে যাচ্ছে। কোনো ব্যক্তি, সংগঠন বা সংস্থা সম্পর্কে আপডেটেড তথ্য পাওয়া যায় এই পরিষেবার মাধ্যমে।
যা ব্যবহারকারীদের জন্য আরও সহজ ও দ্রুততর সংযোগ নিশ্চিত করে। এই নতুন ফিচারটি মূলত ব্যবসা প্রতিষ্ঠান, সম্প্রচারকারী এবং কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বিশেষভাবে উপযোগী হবে।
ওয়েবিটা ইনফোর এক প্রতিবেদন জানা যায়, ‘এবার হোয়াটসঅ্যাপে চ্যানেলের জন্য নতুন কিউআর কোড ফিচার চালু করা হবে। আগেকার লিঙ্ক শেয়ার না করে এবার কিউআর কোড স্ক্যান করলেই তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ চ্যানেল অনুসরণ করা যাবে।’
কীভাবে কিউআর কোড কাজ করবে?
নতুন এই কিউআর কোড ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি চ্যানেলের সাথে যুক্ত হতে পারবেন। প্রত্যেকটি চ্যানেলের জন্য একটি ইউনিক কিউআর কোড থাকবে, যা স্ক্যান করার মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই চ্যানেলে যুক্ত হতে পারবেন। এটি মূলত চ্যানেলটির প্রচারণা ও সংযোগ বাড়ানোর জন্য একটি কার্যকরী উপায় হিসেবে কাজ করবে।
ফিচারটির বিশেষত্ব:
সহজ অ্যাক্সেস: চ্যানেলের মালিক তার কিউআর কোডটি শেয়ার করতে পারবেন যেকোনো সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট বা অন্য কোনো প্ল্যাটফর্মে। ব্যবহারকারীরা কিউআর কোডটি স্ক্যান করলেই সরাসরি চ্যানেলে যুক্ত হতে পারবেন। এতে কোনো ফোন নম্বর বা ম্যানুয়ালি চ্যানেল সার্চ করার প্রয়োজন হবে না।
নিরাপদ সংযোগ: ইউনিক কিউআর কোড ব্যবহার করে সরাসরি সংযোগের ফলে নিরাপত্তা বাড়বে এবং অনুমোদিত ব্যক্তিরাই চ্যানেলে যুক্ত হতে পারবেন। এর ফলে চ্যানেলের কন্টেন্ট বা সদস্যদের নিরাপত্তা ঝুঁকিমুক্ত থাকবে।
ব্র্যান্ডিং ও প্রচারণার সুযোগ: কিউআর কোডের মাধ্যমে কোনো চ্যানেল সহজেই তার লক্ষ্য অনুসারীদের কাছে পৌঁছাতে পারবে। এটি ব্যবসায়িক চ্যানেলগুলির জন্য বিশেষভাবে কার্যকরী হবে কারণ তারা তাদের পণ্য বা পরিষেবার প্রচারণার জন্য কিউআর কোড শেয়ার করতে পারবে।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: