৫জি চালু হলে ৪জি ফোনগুলোর কী হবে
 প্রকাশিত: 
 ২০ এপ্রিল ২০২৩ ১২:৫৮
 আপডেট:
 ২৭ অক্টোবর ২০২৫ ২২:১৬
 
                                বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিতে চালু করা হয়েছে ৫জি পরিষেবা। প্রশ্ন উঠেছে, ৫জি চালু হলে ৪জি ফোনগুলোর কী হবে
প্রথমেই জেনে নেওয়া যাক, যখন ৪জি এসেছিল, তখন ৩জি বা ২জি এর কী হয়েছিল। ৫জি আসার পরও ২জি বা ৩জি কিন্তু চলছে। শুধু স্মার্টফোনেই ৪জি-এর দ্রুত ব্যবহার দেখা যায়। ৩জিও স্মার্টফোনেও চলে। একইভাবে এখন যেহেতু ৫জি নেটওয়ার্ক আসছে, পুরোনো ৪জি নেটওয়ার্ক বন্ধ হবে না এবং ব্যবহারকারীরা তাদের ফোনে স্বাচ্ছন্দ্যেই ৪জি সিম চালাতে পারবেন।
৫জি ব্যবহার করলে দ্রুতগতির ইন্টারনেটের কারণে ফোনের ডেটা খুব দ্রুত শেষ হয়ে যায়। উদাহরণস্বরূপ, আপনি যদি ৪জি স্পিড ব্যবহার করেন তাহলে আপনার ১.৫ জিবি ডেটায় সারা দিন চলে যায়। কিন্তু একই ডেটা ৫জি স্পিডে মাত্র দেড় থেকে ২ ঘণ্টার মধ্যে শেষ হয়ে যায়।
এ কারণে অনেকেই ৫জি সুবিধা থাকার পরও ৪জি নেটওয়ার্কে ফোনে সেট করে রাখেন। যাতে প্রচুর পরিমাণে ডেটা খরচ এড়ানো যায়। সুতরাং ৫জি সুবিধা থাকা অবস্থায়ও আপনি চাইলেই ৪জি নেটওয়ার্ক চালাতে পারবেন।
৪জি ডেটা আপনার খরচও বাঁচাবে। ৫জি চালাতে চাইলে আপনাকে বেশি টাকা রিচার্জ করতে হতে পারে। তবে মনে রাখতে হবে, ৪জি ফোনে ৫জি চলবে না। তবে ৫জি চলে এমন ফোনে ৪জি স্বাচ্ছন্দ্যে চলবে।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: