ভালো শুরুর পর সাকিবের বিদায়
 প্রকাশিত: 
 ১১ এপ্রিল ২০২৩ ১৪:৩০
 আপডেট:
 ২৭ অক্টোবর ২০২৫ ২২:১৬
 
                                আইপিএলকে না বলে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান খেলছেন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। চলতি মৌসুমে মোহামেডানের হয়ে নাম লিখিয়েছেন। দলে যুক্ত হয়ে তিনি পুরো আসরে খেলার ইচ্ছার কথা জানিয়েছিলেন।
তবে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ থাকায় প্রথম দিকের কয়েকটি ম্যাচে সাকিবকে দেখা যায়নি। অবশ্য সাম্প্রতিক সময়ে প্রতি ম্যাচেই দলটির হয়ে খেলছেন টাইগার এই অধিনায়ক।
আজ (মঙ্গলবার) মোহামেডান লড়ছে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। খান সাহেব ওসমানি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমেই বিপাকে পড়ে মোহামেডান। ৪৯ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে দলটি।
তবে কঠিন সেই চাপ থেকে দলকে রক্ষা করেন সাকিব এবং মাহমুদউল্লাহ রিয়াদ। অবশ্য ব্যাট হাতে ভালো শুরুর পরেও ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন সাকিব। অর্ধ-শতক থেকে ১৩ রান দূরে থাকা অবস্থায় ব্যক্তিগত ৩৭ রানে বিদায় নেন তারকা এই ক্রিকেটার। এদিকে ব্যাট হাতে এখনো লড়াই চালিয়ে যাচ্ছেন রিয়াদ।
৩০ ওভার শেষে মোহামেডানের সংগ্রহ ১৪০ রান ৬ উইকেট হারিয়ে। রিয়াদ ব্যাট করছেন ৩৮ রানে এবং আরিফুল হক রয়েছেন ৪ রানে অপরাজিত।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: