5175

05/06/2025 শাকিব-পূজার ‘গলুই’ ছবির টিজার প্রকাশ

শাকিব-পূজার ‘গলুই’ ছবির টিজার প্রকাশ

বিনোদন ডেস্ক

৬ এপ্রিল ২০২২ ২১:৪৭

সরকারি অনুদানে নির্মিত‘গলুই’ সিনেমার টিজার প্রকাশের পর ঢাকাই সিনেমার শীর্ষ চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে তরুণ অভিনেত্রী পূজা চেরির সম্পর্কের রসায়ন উঠে এসেছে।

এ সিনেমা মধ্য দিয়ে প্রথমবারের মতো রূপালি পর্দায় জুটি বেঁধেছেন তারা; সিনেমাটি ঈদুল ফিতরে সিনেমা হলে মুক্তি পাবে।

মঙ্গলবার (৫ এপ্রিল) রাতে সিনেমার টিজার প্রকাশ করা হয়েছে। এতে গলায় তাবিজ পরা গ্রামের সাধারণ পরিবার থেকে উঠে আসা নৌকার মাঝি শাকিব খানের সঙ্গে জমিদারের মেয়ে পূজার প্রেমের দৃশ্য তুলে আনা হয়েছে। মাঝে তাদের রাজা-রাণীর বেশেও দেখা গেছে।

২০২০-২১ অর্থ বছরে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটি পরিচালনা করেছেন এস এ হক অলিক; প্রযোজনা করেছেন প্রযোজক খোরশেদ আলম খসরু। গত বছরের ডিসেম্বরে সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমাটি।

নদীকেন্দ্রিক জনপদের মানুষের জীবনযাত্রা ও নৌকাবাইচের গল্প পর্দায় তুলে আনছেন পরিচালক অলিক।

অলিক বলেন, “শাকিব খানের চরিত্রের নাম লালু। নিজেকে ভেঙে তিনি লালু হিসেবেই প্রস্তুত করেছেন; মন-প্রাণ দিয়ে তিনি অভিনয় করছেন। আশা করছি, ভিন্ন এক শাকিব খান পর্দায় উঠে আসবে।”

এ সিনেমায় শাকিব-পূজা ছাড়াও অভিনয় করেছেন আজিজুল হাকিম, আলী রাজ, সমু চৌধুরীসহ আরও অনেকে।

ডিএম/তাজা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]