38902

09/17/2025 ব্রিজের নিচে মিলল সদ্য ভূমিষ্ট নবজাতকের মরদেহ

ব্রিজের নিচে মিলল সদ্য ভূমিষ্ট নবজাতকের মরদেহ

জেলা সংবাদদাতা, কক্সবাজার

১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০১

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরি ব্রিজ সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পথচারীরা নবজাতকটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। স্থানীয়রা নবজাতকটি উদ্ধার করে দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নুল আবেদীন জানান, দুপুর ১টার দিকে অপরিপক্ব (৭ মাস বয়সী) একটি নবজাতক ছেলে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, নবজাতকটির কোনো পরিচয় পাওয়া যায়নি। তার মরদেহ উদ্ধার করে দাফন-কাফনের ব্যবস্থা করা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]