38840

09/16/2025 গাজা সিটিতে হাজার হাজার সেনা দিয়ে স্থল হামলা শুরু ইসরায়েলের

গাজা সিটিতে হাজার হাজার সেনা দিয়ে স্থল হামলা শুরু ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক

১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৭:১৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বৃহৎ শহর গাজা সিটিতে স্থল হামলা শুরু করেছে দখলদার ইসরায়েল। গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে ব্যাপক হামলা চালানো শুরু করে তারা।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, স্থল হামলায় অংশ নিয়েছে তাদের দুটি ডিভিশন। এ দুই ডিভিশনে হাজার হাজার সেনা রয়েছে।

স্থল হামলা শুরুর আগে গত কয়েক সপ্তাহ ধরে গাজা সিটিতে ব্যাপক বোমাবর্ষণ করেছে দখলদার ইসরায়েল। বিমান ও ড্রোন থেকে মিসাইল ও বোমা ফেলে গাজা সিটির প্রায় সব উঁচু ভবন ধসিয়ে দেওয়া হয়েছে। গাজা সিটিতে স্থল হামলার আগে আশপাশের অঞ্চলগুলোতে অবস্থান নিয়েছিল ইসরায়েলি সেনারা।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের ১৬২ নং এবং ৯৮ নং ডিভিশন গাজা সিটিতে অবস্থান করছে এবং সেখানে হামলার পরিধি বাড়াচ্ছে। এ দুই ডিভিশনের সঙ্গে ৩৬ নং ডিভিশন পরবর্তীতে যোগ দেবে। এরমাধ্যমে গাজা সিটিতে ইসরায়েলি সেনার সংখ্যা আরও কয়েক হাজার গুণ বাড়বে।

গতকাল রাতে স্থল সেনারা গাজা সিটিতে প্রবেশের আগে ব্যাপক বোমাবর্ষণ করে ইসরায়েলি বিমানবাহিনী।

গাজা সিটিতে প্রায় ১০ লাখ মানুষ ছিলেন। ইসরায়েল এ হামলা শুরুর আগে শহরটির সব বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু এখনো সেখানে আরও ৬ লাখ মানুষ রয়ে গেছেন।

ইসরায়েলি সেনাবাহিনীর ধারণা গাজা সিটিতে হামাসের তিন থেকে চার হাজার যোদ্ধা রয়েছে। যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করছেন, গাজা সিটির নিয়ন্ত্রণ তারা নিতে পারলে জিম্মিদের উদ্ধার করা যাবে। তবে জিম্মিদের পরিবারের সদস্যরা এ হামলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তারা বলেছেন, এতে তাদের প্রিয়জনরা মারা যেতে পারেন।

সূত্র: টাইমস অব ইসরায়েল

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]