38788

09/16/2025 এশিয়া কাপের সুপার ফোরে যেতে বাংলাদেশের চূড়ান্ত সমীকরণ যেমন

এশিয়া কাপের সুপার ফোরে যেতে বাংলাদেশের চূড়ান্ত সমীকরণ যেমন

খেলা ডেস্ক

১৬ সেপ্টেম্বর ২০২৫ ১০:৫৩

এশিয়া কাপের ‘বি’ গ্রুপের ম্যাচে শ্রীলঙ্কাকে প্রায় হারিয়েই দিয়েছিল হংকং। যা হলে বাংলাদেশি ক্রিকেটভক্তরা টুর্নামেন্টের সুপার ফোরে ওঠা নিয়ে একটু বেশি আশা করার সুযোগ পেতেন। শেষ পর্যন্ত তা হয়নি। তবে এখনও টুর্নামেন্ট থেকে ছিটকে যায়নি বাংলাদেশ। টাইগারদের সুপার ফোরে ওঠার আগে অবশ্য আছে বেশ কিছু যদি-কিন্তু শর্ত।

‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আজ (১৬ সেপ্টেম্বর) আফগানিস্তানের বিপক্ষে নামবে বাংলাদেশ। সুপার ফোরে উঠতে চাইলে বাংলাদেশের সামনে প্রথম শর্ত, এই ম্যাচটি জিততেই হবে। যদিও আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের শেষ কিছু ম্যাচের ফল খুব বেশি আশা দেখাচ্ছে না। আর ম্যাচের ভেন্যু আফগানদের জন্য অনেকটা হোম গ্রাউন্ডের মতোই।

অবশ্য ম্যাচ জিতলেই হবে না। সুপার ফোরে উঠতে চাইলে বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে গ্রুপের শেষ ম্যাচের দিকে। যেখানে শ্রীলঙ্কার মুখোমুখি হবে আফগানিস্তান। বর্তমানে ২ ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট শ্রীলঙ্কার। আফগানদের বিপক্ষে জয় পেলে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়ে সুপার ফোরে উঠবে লংকানরা। সেক্ষেত্রে বাংলাদেশ আজ যেকোনো ব্যবধানে জিতলেও সমস্যা হবে না।

কিন্তু যদি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি আফগানিস্তান জেতে, তবে বাংলাদেশ আজ জিতলে শ্রীলঙ্কা সহ ৩ দলেরই পয়েন্ট সমান ৪ হবে। সেক্ষেত্রে বিবেচনায় আসবে রান রেট। আর এখানে শ্রীলঙ্কা ও আফগানিস্তান দুই দলই বেশ ভালো ব্যবধানে এগিয়ে আছে। ফলে আফগানদের বিপক্ষে বড় ব্যবধানে জেতার চেষ্টা করতে হবে টাইগারদের।

বাংলাদেশ হারলে অবশ্য কোনো সমীকরণই কাজে লাগবে না। তখন বাংলাদেশের পয়েন্ট থাকবে ২। অন্যদিকে শ্রীলঙ্কা ও আফগানিস্তান নিজেদের মাঝে মুখোমুখি হওয়ার আগে দুই দলেরই পয়েন্ট হয়ে যাবে ৪। তখন দুই দলের মাঝে যারাই জিতুক বা হারুক, বাংলাদেশের সুপার ফোরে ওঠার কোনো সুযোগ থাকবে না।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]