38633

09/13/2025 জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রির ইনকোর্স পরীক্ষার সময় বাড়ল

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রির ইনকোর্স পরীক্ষার সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক

১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের ১ম বর্ষের ইনকোর্স পরীক্ষা নেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন পরীক্ষা ১৫ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ইনকোর্স পরীক্ষার উত্তরপত্র, হাজিরাপত্র ও নম্বরপত্রের হার্ডকপি গালাসীল করে হাতে হাতে জমা দিতে হবে আঞ্চলিক কেন্দ্র বা গাজীপুর ক্যাম্পাসের সংশ্লিষ্ট শাখায়, আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে।

এ ছাড়া ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও উত্তরপত্র পাঠানো অন্যান্য নিয়মাবলী আগে প্রকাশিত স্মারক অনুযায়ী অপরিবর্তিত থাকবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিমের সই করা এই বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যে সব কার্যক্রম সম্পন্ন করার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]