38623

09/13/2025 বিশ্বকাপে খেলতে একটি শর্ত পূরণ করতে হবে নেইমারকে

বিশ্বকাপে খেলতে একটি শর্ত পূরণ করতে হবে নেইমারকে

খেলা ডেস্ক

১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০৪

ইনজুরির কারণে দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন নেইমার। এতে ২০২৬ বিশ্বকাপে তার খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। তবে এরই মাঝে আশার কথা শোনালেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। ফিটনেস ঠিক থাকলেই নেইমার বিশ্বকাপে খেলতে পারবেন বলে জানিয়েছেন তিনি।

মাঠে সেরাটা দিতে একজন ফুটবলারের জন্য ফিট থাকার বিকল্প নেই জানিয়ে সেলেসাও কোচ আরও বলেন, ‘আধুনিক ফুটবলে একজন ফুটবলারকে তার প্রতিভা কাজে লাগাতে হলে তাকে শারীরিকভাবে ভালো অবস্থায় থাকতে হবে। যদি সে তার সেরা শারীরিক অবস্থায় থাকে, তাহলে জাতীয় দলে খেলতে তার কোনো সমস্যা হবে না।’

সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের জার্সিতে খেলেছেন নেইমার। আনচেলত্তি কোচ হয়ে আসার পর দুবার দল ঘোষণা করলেও একবারও জায়গা হয়নি তার। সবশেষ নেইমারকে ছাড়া চিলি ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলেছে ব্রাজিল। আনচেলত্তি জানান, ইনজুরির কারণেই নেইমারকে দলে নেননি তিনি।

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]