38573

09/13/2025 হঠাৎ শুটিং ফেলে নিজ দেশে শাহরুখ, কারণ জানলে অবাক হবেন!

হঠাৎ শুটিং ফেলে নিজ দেশে শাহরুখ, কারণ জানলে অবাক হবেন!

বিনোদন ডেস্ক

১৩ সেপ্টেম্বর ২০২৫ ১২:০২

সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় বহুল আলোচিত সিনেমা শাহরুখ খানের ‘কিং’–এর শুটিং চলছে পোল্যান্ডে। যেখানে বলিউড বাদশাহর লুক, ছবির বাজেট আর তারকাখচিত কাস্ট, সব মিলিয়ে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। শুটিংও চলছিল জোরকদমে। এমন সময় হঠাৎই নিজ দেসে ফিরলেন বলিউডের কিং খান।

বলিউড সূত্র জানিয়েছে, শাহরুখের শুটিং ফেলে দ্রুত দেশে ফেরার বিশেষ কারণ রয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে আয়োজিত হবে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার গ্রহণ করবেন শাহরুখ খান নিজেই।

এটাই তার জীবনের প্রথম জাতীয় পুরস্কার। তেইশ সালের ব্লকবাস্টার ‘জাওয়ান’ সিনেমার জন্যই এই সম্মান পাচ্ছেন তিনি। তিন দশকের দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবার জাতীয় স্বীকৃতি, তাই আবেগে ভাসছেন সুপারস্টার।

তাই রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নেওয়ার সুযোগ হাতছাড়া করতে চান না তিনি; সব কাজ সরিয়ে এই বিশেষ মুহূর্তকে আরও স্মরণীয় করে তুলতেই পোল্যান্ড থেকে দেশে ফিরছেন কিং খান।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]