38478

09/11/2025 পদ্মায় জেলের জালে পড়লো বিশাল ঢাঁই মাছ

পদ্মায় জেলের জালে পড়লো বিশাল ঢাঁই মাছ

জেলা সংবাদদাতা, রাজবাড়ী

১১ সেপ্টেম্বর ২০২৫ ১৩:১৮

পদ্মায় জেলের জালে ধরা পড়েছে সাড়ে ২২ কেজির বিশাল ঢাঁই মাছ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মাছটি বিক্রি হয়েছে ১ লাখ ৮ হাজার ৫০০ টাকায়।

এর আগে ভোরের দিকে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে জেলেদের জালে বিলুপ্ত প্রায় মাছটি ধরা পড়ে। পরে দৌলতদিয়া ফেরীঘাটে স্থানীয় আনোয়ার হোসেন খান ওরফে আনুখার আড়তে মাছটি তোলা হয়। এ সময় ওজন দিয়ে দেখা যায়, মাছটির ওজন প্রায় ২২ কেজি ৬০০ গ্রাম।

স্থানীয় জেলেরা জানান, মানিকগঞ্জের জাফরগঞ্জ এলাকার জেলে জীবন হালদার আরও জেলেদের সঙ্গে মাছ ধরতে বুধবার রাতে পদ্মা নদীতে যান। দৌলতদিয়া ফেরিঘাট থেকে প্রায় ৬ কিলোমিটার ভাটিতে তারা জাল ফেলেন। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে তাদের জালে বড় ধরনের ঝাঁকি দিলে বুঝতে পারেন, বড় কিছু একটা আটকা পড়েছে। পরে জাল গুটিয়ে নৌকায় তুলে দেখতে পান বিশাল আকারের একটি ঢাঁই মাছ। সকালে তারা বিক্রির জন্য নিয়ে আসেন দৌলতদিয়া ফেরিঘাটে।

পরে বিক্রির জন্য নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ মাছটি কেনেন। দাম পড়ে ১ লাখ ৪ হাজার টাকা। তিনি বলেন, অনেকেই পদ্মা নদীর এত বড় ঢাঁই মাছ আগে দেখেননি। এ কারণে মাছটি একনজর দেখতে অনেকে ভিড় করেন।

দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, ‘জীবনে এত বড় ঢাঁই মাছ কখনো দেখিনি। মাছটি বিক্রির জন্য ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম ও পরিচিত ব্যক্তিদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেছি। নারায়ণগঞ্জ এলাকার একজন প্রবাসী মাছটি কিনতে আগ্রহ প্রকাশ করেন। পরে ওই ক্রেতা ১ লাখ ৮ হাজার টাকায় মাছটি কিনে নেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]