38356

09/10/2025 10 Seconds Back To Back এটা আসলে কী?

10 Seconds Back To Back এটা আসলে কী?

তথ্যপ্রযুক্তি ডেস্ক

৯ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০৮

ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক বা অন্যান্য প্ল্যাটফর্মে সক্রিয় থাকা মানেই নিজের প্রোফাইলের প্রভাব বা এনগেজমেন্ট বাড়ানোর চেষ্টা। এই প্রক্রিয়ার মধ্যে একটি নতুন ট্রেন্ড দেখা যায়। যা হলো 10 Seconds Back To Back অর্থাৎ ১০ সেকেন্ডের মধ্যে ফলো ব্যাক।

এটি মূলত ব্যবহারকারীদের মধ্যে দ্রুত ফলো এক্সচেঞ্জের একটি মাধ্যম। নেটিজেন থেকে শুরু করে তারকামহল সবাই এ ট্রেন্ডে গা ভাসিয়েছেন। ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়াকেও এ ট্রেন্ড নিয়ে পোস্ট দিতে দেখা গেছে। ধরা যাক, কেউ আপনাকে ফেসবুকে ফলো করলো। সেই পোস্টে কমেন্টের মাধ্যমে সে বলে, ‘তুমি আমাকে ফলো দিলে আমি তোমাকে ১০ সেকেন্ডের মধ্যে ফলো দিবো।’

এর অর্থ হলো, ফলো দেওয়া মাত্রই বিপরীতপক্ষও তৎক্ষণাৎ ফলো করে দেবে। এটি একটি মনস্তাত্ত্বিক এবং কৌশলগত প্রক্রিয়া যা ব্যবহারকারীর মনোযোগ আকর্ষণ করে। এই ধরনের কৌশল মূলত সামাজিক প্রমাণ বা Social Proof তৈরি করে। যখন একজন ব্যবহারকারী দেখবে যে কেউ খুব দ্রুত ফলো ব্যাক দিচ্ছে, তখন তার মনে একটি ইতিবাচক অনুভূতি তৈরি হয়।

এটি বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করে এবং ফলো এক্সচেঞ্জ আরও ত্বরান্বিত করে। এছাড়াও এটি একটি গেমের মতো অনুভূতি দেয়, যেখানে ‘দেখে নাও, তুমি ফলো করছো আর আমি সঙ্গে সঙ্গে ফলো করছি’ —এই ধরনের প্রতিক্রিয়া মানুষকে আরও আকৃষ্ট করে।

১০ সেকেন্ডের ফলো ব্যাকের ধারণাটি প্রযুক্তিগত দিক থেকেও সহজ। ফেসবুকের নোটিফিকেশন সিস্টেম এবং রিয়েল-টাইম অ্যালার্ট ব্যবহার করে এটি সম্ভব। যখন কেউ ফলো দেয়, সঙ্গে সঙ্গে অন্য পক্ষের কাছে নোটিফিকেশন চলে যায়। এতে ফলো এক্সচেঞ্জ দ্রুত সম্পন্ন হয় এবং দুটি প্রোফাইলের মধ্যে সংযোগ স্থাপন হয়।

তবে এর কিছু মানসিক ও সামাজিক প্রভাবও আছে। অনেক সময় মানুষ শুধু ফলো বাড়ানোর জন্য অযথা ফলো করে ফেলে, যার ফলে প্রোফাইলের মান বা ইন্টারেকশন কমে যায়। আবার কিছু ব্যবহারকারীর ভালো লাগে। কারণ এটি একটি দ্রুত এবং উত্তেজনাপূর্ণ প্রতিক্রিয়া। ফলে এটি এক ধরনের সোশ্যাল ইন্টারঅ্যাকশন গেমের মতো হয়ে ওঠে।

এই ট্রেন্ড মূলত তরুণ ব্যবহারকারীদের মধ্যে বেশি জনপ্রিয়। কারণ তারা দ্রুত প্রতিক্রিয়া পেতে চায় এবং তাদের প্রোফাইলের এনগেজমেন্ট বাড়াতে উৎসাহী। এছাড়া এটি ফেসবুক কমিউনিটিতে বন্ধুত্ব বা পরিচিতি তৈরির এক দ্রুত উপায় হিসেবেও কাজ করে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]