38268

09/09/2025 গঙ্গা পানি চুক্তি: মঙ্গলবার বৈঠকে বসছে বাংলাদেশ-ভারত

গঙ্গা পানি চুক্তি: মঙ্গলবার বৈঠকে বসছে বাংলাদেশ-ভারত

নিজস্ব প্রতিবেদক

৮ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২১

গঙ্গা নদীর পানি চুক্তি নিয়ে আগামীকাল মঙ্গলবার বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ ও ভারত। এই বিশেষ বৈঠকে দুই দেশের যৌথ নদী কমিশনের কর্মকর্তারা অংশ নেবেন।

১৯৯৬ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গা-পদ্মা পানিবণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ৩০ বছরের সেই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী বছর। তাই মঙ্গলবারের বৈঠকে এই চুক্তির নানা পর্যালোচনা ও সংশোধন নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রতি দুই বছর পর দুবার করে বাংলাদেশ-ভারতের মধ্যে গঙ্গা নদীর পানিবণ্টন চুক্তি নিয়ে আলোচনা হয়। সে অনুযায়ী, চলতি বছরের মার্চে দু’পক্ষের মধ্যে দিল্লিতে একটি বৈঠক হয়। সূত্রে জানা গেছে, এবারের বৈঠকে ঢাকার পক্ষ থেকে অংশ নেবে যৌথ নদী কমিশনের সদস্য আবুল হোসেনের নেতৃত্বে একটি কারিগরি দল।

বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, গঙ্গা পানি চুক্তি ঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কি না, সেটি দেখাই এবারের বৈঠকের প্রধান বিষয়। এতে অংশ নিতে সোমবারই (আজ) বাংলাদেশের প্রতিনিধি দলের রওনা দেওয়ার কথা।

চুক্তির বিষয়গুলো খতিয়ে দেখতে বাংলাদেশের প্রতিনিধিরা জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত পশ্চিমবঙ্গের ফরাক্কা ব্যারাজে অবস্থান করেন। প্রতিদিন চারবার করে পানি ছাড়ার পরিমাণ খতিয়ে দেখেন তারা। সূত্র জানিয়েছে, এরই পরিপ্রেক্ষিতে গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের সময় বাংলাদেশ গড়ে ৪০ হাজার কিউসেক পানি চাইতে পারে। চুক্তিটি দীর্ঘমেয়াদি করার পরিকল্পনাও আছে বাংলাদেশের পক্ষ থেকে।

সূত্রে আরও জানা গেছে, গঙ্গার পানিবণ্টন ছাড়াও ধরলা, দুধকুমার, গোমতী, খোয়াই, মনু ও মুহুরীসহ মোট ১৪টি নদীর পানিবণ্টন চুক্তি করার বিষয়ে বাংলাদেশ প্রস্তাব দেবে। বাংলাদেশ চায় উভয় দেশ আন্তর্জাতিক পদ্ধতি মেনে এসব নদীর পানি ব্যবহার করুক।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]