38191

09/08/2025 কাকে ‘মা’ বলে জন্মদিনের শুভেচ্ছা জানালেন রাজ?

কাকে ‘মা’ বলে জন্মদিনের শুভেচ্ছা জানালেন রাজ?

বিনোদন ডেস্ক

৭ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৩৮

ওপার বাংলার চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক রাজ চক্রবর্তী। তার ভাগ্নি সৃষ্টি পাণ্ডের জন্মদিনে ‘মা’ বলে সম্বোধন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্ট করেছেন। ৭ সেপ্টেম্বর ছিল সৃষ্টির জন্মদিন।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, এই উপলক্ষে রাজ সৃষ্টির সঙ্গে নিজের বেশ কিছু ছবি শেয়ার করেছেন এবং তাকে ভালোবাসা জানিয়েছেন। সৃষ্টির সঙ্গে তার সম্পর্ক কতটা ঘনিষ্ঠ, তা তাদের নানা সময়ের ছবিতেই স্পষ্ট।

শুধু ক্যামেরার সামনে নয়, ক্যামেরার পেছনেও ভাগ্নিকে সহায়তা করেন তিনি। রাজের প্রযোজনায় কয়েকটি সিরিয়ালে কাজ করেছেন সৃষ্টি। এছাড়া তিনি তার মামার সহকারী হিসেবেও কাজ করেছেন। মামা-ভাগ্নির এই সম্পর্ক যেন বন্ধুত্বেরও। রাজ সব সময় ভাগ্নির পাশে থাকার চেষ্টা করেন এবং তার সব আবদার হাসিমুখে মেনে নেন।

সৃষ্টির সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করে রাজ লেখেন, ‘শুভ জন্মদিন মা। আমি প্রার্থনা করি এই পৃথিবীর সমস্ত আনন্দ যেন তুমি পাও। তোমাকে খুব খুব ভালোবাসি। এই পৃথিবীর সবার থেকে বেশি তোমায় ভালোবাসি।’

রাজ চক্রবর্তীর এই পোস্টে কমেন্ট করে বহু মানুষ সৃষ্টিকে ‘শুভ জন্মদিন’ জানিয়েছেন। কেউ কেউ আবার বলেছেন, মামা ভাগ্নির সম্পর্ক এমনটাই হয়। নিজেদের মামাদের সঙ্গে সম্পর্কের কথাও ব্যাখ্যা করেছেন অনেকে।

প্রসঙ্গত, সম্প্রতি রাজ চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সকলকে জানিয়েছেন তার আগামী ছবির কথা। রাজ চক্রবর্তীর আগামী ছবির নাম ‘হোক কলরব’। ২০১৪ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটি বিশাল বড় আন্দোলনকে কেন্দ্র করে এই ছবি তৈরি হতে চলেছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]