38115

09/06/2025 মাদারীপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

মাদারীপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

জেলা সংবাদদাতা, মাদারীপুর

৬ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪৩

মাদারীপুরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শনিবার দুপুর ২টার দিকে ডাসার উপজেলার ম্যালকাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুপুরে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস ম্যালকাই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইউনিক পরিবহনের আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ১৫ জন আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ২০ মিনিট পর হাইওয়ে পুলিশের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান হাইওয়ে পুলিশের ওসি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]