38111

09/06/2025 ‘ছোট পরিসরেই সব হয়েছে

‘ছোট পরিসরেই সব হয়েছে

বিনোদন ডেস্ক

৬ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৩৩

জনপ্রিয় সংগীতশিল্পী তাশরীফ খান। তিনি মূলত ‘কুঁড়েঘর’ ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী হিসেবে ভক্ত-অনুরাগীদের কাছে পরিচিত। গানের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব থাকেন এ সংগীতশিল্পী।

মাঝে-মধ্যেই বিয়ে নিয়ে ফানি পোস্ট করে থাকতেন। এবার রহস্যময় এক পোস্ট দিয়েছেন। নিজের ভেরিফায়ের পেইজ থেকে এক পোস্ট দিয়ে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, একেবারে ছোট পরিসরেই সব হয়েছে।’

তার কথায়, ‘সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে আপনাদের জানাবো।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।

নেটিজেনদের অনেকেই ভাবছেন এ সংগীতশিল্পী বিয়ে করেছেন তবে ধোয়াশা কাটিয়ে একই পোস্টের কমেন্ট বক্সে তিনি লিখেছেন, ‘এত ভাগ্যবান ও হইনাই যে শীত আসার আগেই আমার বিয়ে হয়ে যাবে।’

এদিকে সেই পোস্টের কমেন্ট বক্সে এক নেটিজেন লিখেছেন, ‘ঝামেলা মাথায় নেওয়ার আগে অভিজ্ঞদের সাথে পরামর্শ নেওয়া উচিত ছিল।’ আরেকজনের কথায়, ‘যা ভাবছো, তা না।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]