38101

09/06/2025 লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খাদে, মৃতের সংখ্যা বেড়ে ৫

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খাদে, মৃতের সংখ্যা বেড়ে ৫

জেলা সংবাদদাতা, লক্ষ্মীপুর

৬ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৫৪

লক্ষ্মীপুরে আনন্দ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যাওয়ায় ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন ।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও দুইজন।

খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনীর ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালান।

নিহতরা হলেন- সদর উপজেলার চন্দ্রগঞ্জের শেখপুর গ্রামের মোরশেদ আলম(৫০), জয়নাল আবেদিন (৫৪), নওগাঁ জেলার আফসার উদ্দিনের ছেলে হুমায়ুন রশিদ (৪০), রিপন হোসেন (৩৫) এবং মাজেদ হোসেন (৩৮)।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজুল আজিম নোমান পাঁচজন নিহতদের খবর নিশ্চিত করেছেন।

ওসি জানান, সকালে নোয়াখালী থেকে লক্ষ্মীপুরের উদ্দেশে ছেড়ে আসা আনন্দ পরিবহন নামে একটি বাস কফিল উদ্দিন ডিগ্রি কলেজ এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় বাসে থাকা যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

ওসি জানান, এখন পর্যন্ত তারা পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। বাসটি উদ্ধার করা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]