38074

09/06/2025 মেসেজ লেখাসহ বানানও ঠিক করে দেবে

মেসেজ লেখাসহ বানানও ঠিক করে দেবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক

৬ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩২

মেসেজ লেখার সময় বানান ভুল কিংবা গুছিয়ে না লেখার ঝামেলায় হরহামেশাই পড়তে হয়। তাই হোয়াটসঅ্যাপ ফের তাদের ব্যবহারকারীর জন্য নিয়ে এলো নতুন ফিচার। এখন থেকে তারা অ্যাপের মধ্যে ‘মেটা এআই রাইটিং হেল্প’ ফিচারের সুবিধা নিতে পারবেন। এই ফিচার ব্যবহারকারীদের লিখতে সাহায্য করবে।

ফিচারটির মাধ্যমে কেউ চ্যাটে মেসেজ টাইপ করতে শুরু করলেই দেখা যাবে একটি ছোট পেন্সিল আইকন। সেখানে ট্যাপ করলেই মেটা এআই ব্যবহারকারীর লেখাকে গুছিয়ে দিতে তিন থেকে চারটি ভিন্ন স্টাইলের পরামর্শ দেবে। সেই সঙ্গে
বেছে নেওয়া যাবে প্রফেশনাল, মজাদার (ফানি), সহায়ক (সাপোর্টিভ) কিংবা শুধু বানান ও ব্যাকরণ সংশোধন (প্রুফরিড)।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ফিচার শুধুমাত্র পরামর্শ দেবে; ব্যবহারকারীর মূল বার্তা সংরক্ষিত থাকবে না, ফলে গোপনীয়তা (প্রাইভেসি) থাকবে সম্পূর্ণ নিরাপদে।

কারা বেশি উপকৃত হবেন?

এই ফিচার বিশেষভাবে শিক্ষার্থী, অফিসকর্মী ও পেশাজীবীদের কাজে আসবে। শিক্ষককে ইমেইল লেখা হোক বা ক্লায়েন্টকে প্রফেশনাল মেসেজ পাঠানো– সবক্ষেত্রেই এটি সময় বাঁচাবে এবং মেসেজগুলোকে আরও অর্থবহ করে তুলবে।

কীভাবে ব্যবহার করবেন?

১. প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ আপডেট করুন।

২. যেকোনো চ্যাট খুলে বার্তা টাইপ করা শুরু করুন।

৩. টাইপ করার সময় টেক্সট বক্সে পেন্সিল আইকন দেখতে পাবেন।

৪. সেখানে ট্যাপ করলেই পছন্দ অনুযায়ী পরামর্শ পাবেন– প্রফেশনাল, ফানি, সাপোর্টিভ অথবা প্রুফরিড সংস্করণ।

৫. যেকোনো একটি বেছে নিয়ে মেসেজটি পাঠিয়ে দিন।

হোয়াটসঅ্যাপের এই এআই ফিচার লেখার সহকারী হিসেবে প্রযুক্তির দুনিয়ায় এক নতুন মাত্রা যোগ করল, যা ভবিষ্যতে মেসেজ (বার্তা) লেখার ধরনই বদলে দিতে পারে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]