38043

09/05/2025 ফাজিল পরীক্ষার ফরম পূরণের সময় বাড়াল আরবি বিশ্ববিদ্যালয়

ফাজিল পরীক্ষার ফরম পূরণের সময় বাড়াল আরবি বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক

৫ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩২

২০২৪ সালের ফাজিল (স্নাতক) পাস ১ম, ২য় ও ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়িয়েছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (ইআবি)। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের সুবিধা ও মাদ্রাসা অধ্যক্ষদের অনুরোধে নতুন করে সময় ঘোষণা করা হয়েছে। সম্প্রতি পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলীর সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, বিলম্ব ফি ছাড়া ফরম পূরণ চলবে ১৪ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ে সংশ্লিষ্ট ফি ব্যাংকে জমা দিতে হবে। অন্যদিকে বিলম্ব ফিসহ ফরম পূরণ করা যাবে ১৪ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। আর বিলম্ব ফি-সংবলিত ফি ও অন্যান্য আনুষঙ্গিক ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর।

পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর জানিয়েছে, এর আগে প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে। তবে এবার ফরম পূরণের সময়সীমা আর বাড়ানো হবে না বলে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

একইসঙ্গে শিক্ষার্থীদের ফরম পূরণ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোহিববুল্লাহ (৩য় বর্ষ), মুরাদ হোসেন (২য় বর্ষ), এস.এম. সাদেকুর রহমান (১ম বর্ষ) ও মো. আসাদুজ্জামানের (১ম বর্ষ) সঙ্গে যোগাযোগের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও আইসিটি শাখার যোগাযোগ নম্বরও প্রকাশ করা হয়েছে।

এছাড়া বিজ্ঞপ্তির অনুলিপি অধিভুক্ত সব ফাজিল ও কামিল মাদরাসার অধ্যক্ষদের কাছেও পাঠানো হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]