পাকিস্তান শাহীন্সের (‘এ’ দল) হয়ে ইংল্যান্ডে খেলতে গিয়ে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ উঠেছে হায়দার আলির বিরুদ্ধে। প্রথমে শোনা যায় তার বিরুদ্ধে অভিযোগটি শ্লীলতাহানির, পরে জানা যায় ধর্ষণের দায়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাকে। সেই অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন হায়দার। তার বিরুদ্ধে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ পর্যাপ্ত প্রমাণ পায়নি।
এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে জিও নিউজ। হায়দারের বিরুদ্ধে অভিযোগ তুলে নেওয়ার কথা তাদের নিশ্চিত করেছে ম্যানচেস্টার পুলিশ ও ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস)। পাকিস্তানি এই ব্যাটিং অলরাউন্ডারের বিরুদ্ধে লড়েছেন অপরাধ আইনে বিশেষজ্ঞ ব্যারিস্টার মঈন খান। এর আগে ৪ আগস্ট তার বিরুদ্ধে ম্যানচেস্টার হোটেলে ধর্ষণের অভিযোগ তোলেন এক ব্রিটিশ-পাকিস্তানি নারী। পরপরই হায়দারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।
ওই নারী ম্যানচেস্টার পুলিশকে জানান, ২৩ জুলাই তার সঙ্গে ম্যানচেস্টার হোটেলে প্রথমবার হায়দার আলির সাক্ষাৎ হয়েছিল। পরে ১ আগস্ট ম্যানচেস্টার থেকে ট্রেনে ৪ ঘণ্টা ভ্রমণ করে ফের অ্যাশফোর্ডে মিলিত হন তারা। এর চারদিন বাদেই পুলিশকে অভিযোগ দেন ওই নারী, অর্থাৎ হায়দারের সঙ্গে প্রথম সাক্ষাতের দুই সপ্তাহ পর।
জিও নিউজকে পুলিশের সূত্র জানিয়েছে, হায়দার আলি এখন চাইলে যুক্তরাজ্য ছেড়ে যেতে পারবেন। ইতোমধ্যে পুলিশের স্টেশন থেকে পাসপোর্ট সংগ্রহ করেছেন এবং যেকোনো সময় চাইলে নিজ দেশে ফেরত যাবেন তিনি। এর আগে পুলিশের সাক্ষাতে তিনি নিজের বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ অস্বীকার করেন। ওই সময় তিনি জানান, অভিযোগকারী নারীকে ভালোভাবে চেনেন এবং তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তাই এমন অভিযোগ তার জন্য আঘাত পাওয়ার মতো!
হায়দার আলিকে আটক করা হয় কেন্টের স্পিটফায়ার কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডের ক্যান্টিন থেকে। এরপর তাকে নিয়ে যাওয়া হয় ক্যান্টারবারি পুলিশ স্টেশনে। গুরুতর অভিযোগ ওঠার পর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হায়দারকে সাময়িকভাবে নিষিদ্ধ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পুরো প্রক্রিয়া চলাকালে তার অধিকার সমুন্নত রাখতে পিসিবি আইনি সহায়তা দেবে বলেও নিশ্চয়তা দিয়েছিল।
প্রসঙ্গত, পাকিস্তান জাতীয় দলে ইতোমধ্যে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে ২৪ বছর বয়সী এই ব্যাটারের। দুটি ওয়ানডে ও ৩৫টি টি-টোয়েন্টি খেলেছেন হায়দার। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তার চাহিদা রয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলেছেন দুটি আসর। ২০২২-২৩ বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে এক ম্যাচ এবং গত বিপিএলে চিটাগং কিংসের হয়ে ১২টি ম্যাচ খেলেন হায়দার।