মানিকগঞ্জে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২ যাত্রী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে মনিকগঞ্জের সিংগাইর বাসস্ট্যান্ড এলাকার প্রশিক্ষা মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জেওএম তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তিরা হলেন— মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার নিলুয়া গ্রামের মো. পরশ উদ্দীনের ছেলে আব্দুল মান্নান (২৩) ও হরিরামপুর উপজেলার ঝিটকা এলাকার শেখজন মোল্লার ছেলে মনির হোসেন (৬০)।
সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম বলেন, মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা অটোরিকশাতে চালকসহ ৪ যাত্রী ছিলেন। অটোরিকশাটি সিংগাইর বাসস্ট্যান্ড এলাকার একটু সামনে আসলে সিমেন্টবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হন আরও দুই জন। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে গেছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।