37641

09/01/2025 প্রাথমিকের প্রধান শিক্ষক পদে ২ হাজার ১৬৯ জন নিয়োগ দেবে পিএসসি

প্রাথমিকের প্রধান শিক্ষক পদে ২ হাজার ১৬৯ জন নিয়োগ দেবে পিএসসি

শিক্ষা ডেস্ক

১ সেপ্টেম্বর ২০২৫ ১০:২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে বড় ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

রোববার (৩১ আগস্ট) প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ২ হাজার ১৬৯টি শূন্য পদে আবেদন করার সুযোগ থাকছে।

প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের জন্য ১১তম গ্রেড এবং প্রশিক্ষণবিহীন প্রার্থীদের জন্য ১২তম গ্রেড নির্ধারণ করা হয়েছে। উল্লিখিত গ্রেড জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী কার্যকর হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়োগের জন্য আবেদন করতে হলে প্রার্থীদের অবশ্যই স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করতে হবে। ডিগ্রিতে অন্তত দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা সমমানের ফলাফল গ্রহণযোগ্য হবে না।

জানা গেছে, নিয়োগ প্রক্রিয়া দুই ধাপে সম্পন্ন হবে- লিখিত ও মৌখিক পরীক্ষা। লিখিত পরীক্ষায় মোট ৯০ নম্বরের প্রশ্ন থাকবে বাংলা, ইংরেজি, গণিত, দৈনন্দিন বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি) থেকে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর অর্জন করতে হবে। লিখিত পরীক্ষায় সফল প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। এ ধাপে ১০ নম্বরের মধ্যে মূল্যায়ন করা হবে তাঁদের উপস্থাপনা, বোধগম্যতা ও শ্রেণিকক্ষে শিক্ষাদানের দক্ষতা।

এবারের নিয়োগ প্রক্রিয়ায় বিশেষ জোর দেওয়া হচ্ছে প্রার্থীদের সামগ্রিক যোগ্যতা ও দক্ষতা যাচাইয়ের ওপর। লিখিত পরীক্ষার মাধ্যমে বিষয়ভিত্তিক জ্ঞান যাচাই করা হবে, আর মৌখিক পরীক্ষায় খতিয়ে দেখা হবে উপস্থাপনাশক্তি ও শিক্ষাদান-ক্ষমতা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]