37598

09/03/2025 আন্দোলনের মুখে শিক্ষার্থীদের দাবি মেনে নিলো বাকৃবি প্রশাসন

আন্দোলনের মুখে শিক্ষার্থীদের দাবি মেনে নিলো বাকৃবি প্রশাসন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, বাকৃবি

৩১ আগস্ট ২০২৫ ১৬:৪৩

শিক্ষার্থীদের টানা এক মাসের আন্দোলনের প্রেক্ষিতে কম্বাইন্ড (বিএসসি ভেট সায়েন্স অ্যান্ড এএইচ) ডিগ্রির দাবি মেনে নিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রশাসন। রোববার (৩১ আগস্ট) জরুরি একাডেমিক কাউন্সিলের মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী কম্বাইন্ড ডিগ্রির দাবি মেনে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিষয়টি জানিয়েছেন বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার।

তিনি জানান, পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আজকে একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে সর্বসম্মতিক্রমে কম্বাইন্ড ডিগ্রির দাবি মেনে নেওয়া হয়েছে। ডিন কাউন্সিলের আহ্বায়ককে প্রধান করে একটি ৪ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে, যারা কম্বাইন্ডের জন্যে কোর্স কারিকুলাম প্রণয়ন করবে। মেকআপ কোর্সেরও কারিকুলাম প্রস্তুত করা হবে দ্রুতই। আগামী সেশন থেকে কম্বাইন্ড কোর্সে ১৫০ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে। এবার যারা ভর্তি হয়েছে তাদের অপশন থাকবে তারা চাইলে ভেটেরিনারি, পশুপালন বা কম্বাইন্ড নিতে পারবে। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী আমরা দুই অনুষদকে এক করতে পারবো না। দুই অনুষদ মিলিতভাবে কম্বাইন্ড ডিগ্রি দেবে এবং ধারাবাহিকভাবে দুই অনুষদ থেকেই ডিন হবে।

প্রসঙ্গত, কম্বাইন্ড ডিগ্রি চালুর দাবিতে গত ২৭ জুলাই থেকে পশুপালন অনুষদের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন চালাচ্ছেন। ৩০ জুলাই থেকে অনুষদটিতে তালা ঝুলছে। একই দাবিতে গত ২৫ আগস্ট থেকে আন্দোলনে যোগ দিয়েছেন ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরাও।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]