37477

08/31/2025 প্রথম দিনেই ঝড় তুলল ‘পরম সুন্দরী’

প্রথম দিনেই ঝড় তুলল ‘পরম সুন্দরী’

বিনোদন ডেস্ক

৩০ আগস্ট ২০২৫ ১৫:১৬

ভারতের প্রেক্ষাগৃহগুলোতে শুক্রবারই (২৯ আগস্ট) মুক্তি পেয়েছে সিদ্ধার্থ মালহোত্রা ও জাহ্নবী কাপুর জুটির সিনেমা ‘পরম সুন্দরী’। অনেকটা চেন্নাই এক্সপ্রেসের মতোই দিল্লির ছেলে আর কেরালার মেয়ের প্রেমের কাহিনী এটি।

তবে মিষ্টি প্রেমনির্ভর এ সিনেমাটি মুক্তির পরপরই সিনেমাপ্রেমীদের হৃদয় জয় করে নিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। ফলে মুক্তির প্রথম দিনেই বক্স অফিস থেকে তুলেছে ১০ কোটি রূপি।

‘সাইয়ারা’ সিনেমার ঝড়ের পর বেশ ভালোভাবেই দর্শক মনে জায়গা করে নিয়েছে রোমান্টিক প্রেমের এ সিনেমা। পরম সুন্দরী একটি আদর্শ হিন্দি রোমান্টিক সিনেমা যেখানে রোমান্স, সংগীত, দুটি ভিন্ন সংস্কৃতি এবং পারিবারিক আবেগ সুন্দরভাবে মিশে গেছে।

তাই ধারণা করা হচ্ছে, সিনেমাটি প্রেক্ষাগৃহে শুরু হওয়ার আগেই আয় করে নিয়েছে আনুমানিক ১০ কোটি রুপি।

তুষার জালোটা পরিচালিত এবং ম্যাডক ফিল্মসের ব্যানারে দীনেশ বিজান প্রযোজিত সিনেমাটি উত্তর ভারতীয় পাঞ্জাবি পুরুষ ‘পরম’ (সিদ্ধার্থ) এবং অর্ধ-তামিল, অর্ধ-মালয়ালি নারী ‘সুন্দরী’র (জাহ্নবী) মধ্যে ক্রমবর্ধমান আন্তঃসাংস্কৃতিক প্রেমের গল্পকে ঘিরে নির্মিত।

যদিও সিনেমাটির ডেঞ্জার শিরোনামের গানটি নিয়ে নকলের অভিযোগ আছে নেটিজেনদের।একটি পাকিস্তানি ড্রামার একটা গানের আদলে ডেঞ্জার গানটি করা হয়েছে বলে দাবি তাদের।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]