37445

08/31/2025 ফোনে ব্লুটুথ Pairing Failed লেখা আসছে? জানুন সমাধান

ফোনে ব্লুটুথ Pairing Failed লেখা আসছে? জানুন সমাধান

তথ্যপ্রযুক্তি ডেস্ক

৩০ আগস্ট ২০২৫ ১২:০০

আজকাল স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে Bluetooth অপরিহার্য প্রযুক্তি। হোক তা ওয়্যারলেস ইয়ারফোন, স্মার্টওয়াচ কিংবা কার মিউজিক সিস্টেম—সবকিছুই ব্লুটুথের মাধ্যমে সহজে কানেক্ট হয়। তবে মাঝে মধ্যেই Pairing Failed বা Connection Error বার্তা ভেসে ওঠে। এ সময় অনেকেই দুশ্চিন্তায় পড়ে যান। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। মাত্র কয়েকটি সহজ উপায় অবলম্বন করলে মুহূর্তেই এই সমস্যা সমাধান করা সম্ভব।

কী কী উপায়ে সমস্যার সমাধান করা যাবে?
১. Bluetooth চালু ও দৃশ্যমান আছে কি না দেখুন

অনেক সময় ফোনে Bluetooth অন করা থাকে না অথবা ডিভাইসটি Discoverable মোডে রাখা হয় না। তাই প্রথমে ফোনের Bluetooth অন করতে হবে এবং কানেক্ট করতে চাওয়া ডিভাইসটিকে দৃশ্যমান অবস্থায় রাখতে হবে।

২. ডিভাইস রিস্টার্ট করুন

ছোটখাটো সফটওয়্যার সমস্যার কারণে পেয়ারিং ব্যর্থ হতে পারে। এক্ষেত্রে ফোন বা Bluetooth ডিভাইস রিস্টার্ট করলে সমস্যা দূর হতে পারে।

৩. পুরনো পেয়ারিং ডেটা মুছে ফেলুন

ফোনে একাধিক পুরনো Bluetooth ডিভাইস সংরক্ষিত থাকলে নতুন ডিভাইস কানেক্ট হতে সমস্যা হয়। তাই Settings থেকে অপ্রয়োজনীয় ডিভাইস Forget করে নতুন করে কানেক্ট করতে হবে।

৪. দূরত্ব ও ব্যাটারি পরীক্ষা করুন

Bluetooth সঠিকভাবে কাজ করার জন্য ডিভাইসগুলিকে ১-২ মিটারের মধ্যে রাখতে হবে। পাশাপাশি, উভয় ডিভাইসে যথেষ্ট চার্জ আছে কি না সেটাও খেয়াল রাখতে হবে।

৫. সফটওয়্যার আপডেট করুন

আউটডেটেড সফটওয়্যার বা ফার্মওয়্যার পেয়ারিং সমস্যার কারণ হতে পারে। তাই ফোন এবং Bluetooth ডিভাইসের সর্বশেষ সফটওয়্যার আপডেট করা উচিত।

৬. নেটওয়ার্ক সেটিংস রিসেট করুন

উপরের সমাধানগুলো কার্যকর না হলে ফোনের Network Settings Reset করতে হবে। এতে Wi-Fi, Mobile Data এবং Bluetooth সেটিংস রিসেট হয়ে সমস্যার সমাধান হতে পারে।

৭. অন্য ডিভাইসে কানেক্ট করে দেখুন

যদি এখনও সমস্যা থেকে যায়, তবে Bluetooth ডিভাইসটিকে অন্য ফোন বা ল্যাপটপে কানেক্ট করে দেখতে হবে। অন্য ডিভাইসে কাজ করলে বুঝতে হবে সমস্যাটি ফোনে। আর যদি একেবারেই কাজ না করে, তবে ডিভাইসটির হার্ডওয়্যারে ত্রুটি থাকতে পারে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]