37410

08/29/2025 রোডম্যাপে কালো টাকার ছড়াছড়ি রোধে ইসির কোনো পদক্ষেপ নেই: ফুয়াদ

রোডম্যাপে কালো টাকার ছড়াছড়ি রোধে ইসির কোনো পদক্ষেপ নেই: ফুয়াদ

নিজস্ব প্রতিবেদক

২৯ আগস্ট ২০২৫ ১৭:১২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঘোষিত রোডম্যাপে কালো টাকার ছড়াছড়ি রোধে নির্বাচন কমিশনের (ইসি) কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেই বলে মন্তব্য আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের।

শুক্রবার (২৯ আগস্ট) দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ফুয়াদ বলেন, ‘ভোটার সচেতনতা বৃদ্ধিতে প্রটোকল প্রণয়ন ও নির্বাচনি প্রচারণার কিছু ব্যয় রাষ্ট্র বা ইসি বহন করবে বলে আশা করলেও রোডম্যাপে তা দেখা যায়নি।’

রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে মতবিনিময় ছাড়াই রোডম্যাপ ঘোষণা করায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।

এবি পার্টির সাধারণ সম্পাদক জানান, রোডম্যাপে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্তকরণ, রাজনৈতিক দল ও পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনসহ ২৪টি বিষয় অন্তর্ভুক্ত থাকলেও ভোটার সচেতনতা ও ব্যয় নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেই।

এছাড়া ভোটারের বয়স ১৭ বছরে নামানো এবং ভোটের দিন ১৭ বছর পূর্ণ হওয়া নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির প্রস্তাবও গ্রহণ করা হয়নি বলে অভিযোগ তার।

ফুয়াদ আরও অভিযোগ করেন, ‘ইসি এখনো ঐতিহ্যগত নির্বাচনি পদ্ধতি বজায় রেখেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে না থাকায় জনগণের মধ্যে সংশয় রয়েছে। গত ২৪ বছরে দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হয়নি এবং অভিজ্ঞ কর্মকর্তার অভাব রয়েছে।’

তার মতে, ‘বর্তমান পরিস্থিতিতে ইসি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে কি না, তা নিয়ে সন্দেহ আছে।’

রোডম্যাপে প্রচারণা ব্যয় ও পরিবেশ সুরক্ষার বিষয়েও ঘাটতি রয়েছে বলে তিনি উল্লেখ করে বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মনোনয়ন প্রক্রিয়ার বিষয়ে কোনো দিকনির্দেশনা নেই। পোস্টার তৈরিতে বিপুল অর্থ ব্যয় হয়। ইসি যদি সাধারণ পোস্টার সরবরাহ করতো, তবে ব্যয় কমতো এবং পরিবেশও রক্ষা পেত।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এবি পার্টির ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, শাহাদাতুল্লাহ টুটুল, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সিদ্দিকুর রহমান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান।

আরও উপস্থিত ছিলেন- যুব পার্টির সদস্যসচিব হাদিউজ্জামান খোকন, ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব বারকাজ নাসির আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা) শাজাহান ব্যাপারী, কেন্দ্রীয় কমিটির সদস্য রাইয়ান রসি, যুব পার্টির দফতর সম্পাদক আমানুল্লাহ রাসেল, যাত্রাবাড়ী থানার আহ্বায়ক সুলতান আরিফ ও যুব নেত্রী ইশরাত জাহানসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]