37309

08/28/2025 উইপোকা খেয়ে ফেলছে ঘরের আসবাব! কীভাবে পাবেন মুক্তি

উইপোকা খেয়ে ফেলছে ঘরের আসবাব! কীভাবে পাবেন মুক্তি

লাইফস্টাইল ডেস্ক

২৮ আগস্ট ২০২৫ ১১:০৩

বর্ষাকাল এলেই অনেকের ঘরে হানা দেয় এক অদৃশ্য আতঙ্ক—উইপোকা। দেখতে ছোট হলেও এই কীট আসবাবপত্র, বইপত্র, এমনকি দেয়ালকেও ফাঁকা করে ফেলে। ক্ষতি টের পাওয়ার আগেই অনেক সময় জিনিসপত্র পুরোপুরি নষ্ট হয়ে যায়। বাজারে পাওয়া রাসায়নিক দিয়ে অনেকে প্রতিকার খোঁজেন, কিন্তু এর পার্শ্বপ্রতিক্রিয়াও কম নয়। তাই ঘরে বসেই কিছু সহজ ঘরোয়া উপায়ে উইপোকা দমন করা যায়।

উইপোকা তাড়ানোর কার্যকর ঘরোয়া উপায়

নিম তেল

নিম তেল উইপোকার বিরুদ্ধে সবচেয়ে কার্যকর। নিয়মিত আক্রান্ত জায়গায় নিম তেল স্প্রে করলে উইপোকা ধীরে ধীরে নির্মূল হয় এবং তাদের বিস্তারও কমে।

ফিটকিরির পানি

আধা লিটার পানিতে ফিটকিরির গুঁড়ো মিশিয়ে স্প্রে করলে কয়েক দিনের মধ্যেই উইপোকা অদৃশ্য হতে শুরু করে। এর তীব্র গন্ধ তারা সহ্য করতে পারে না। এরফলে উইপোকা আপনার ঘর থেকে সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যাবে।

লবণ

ঘরে উপস্থিত সাধারণ লবণও উইপোকা দূর করতে সাহায্য করে। আক্রান্ত জায়গায় লবণ ছিটিয়ে বা লবণ পানি স্প্রে করলে উইপোকা দ্রুত মারা যায়।

করলার রস

তিক্ত স্বাদ ও গন্ধের কারণে করলার রসও উইপোকা দূর কর কার্যকর। কয়েক দিন নিয়মিত স্প্রে করলে উইপোকা ঘর থেকে একেবারেই সরে যায়।

ভিনেগার ও লেবুর রস

ভিনেগার ও লেবুর রস মিশিয়ে দ্রবণ তৈরি করে আক্রান্ত জায়গায় ছিটিয়ে দিন। দুই দিন পর পর ব্যবহার করলে উইপোকা নির্মূল হয়।

বোরিক অ্যাসিড

কীটপতঙ্গ দমনের পুরোনো একটি পদ্ধতি হলো বোরিক অ্যাসিড। এটি উইপোকার স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে দ্রুত মেরে ফেলে।

বাড়তি করণীয় :

ঘরে যেন পর্যাপ্ত আলো-বাতাস চলাচল করে, তা নিশ্চিত করুন।

পানির ফুটো সঙ্গে সঙ্গে মেরামত করুন।

কাঠের আসবাবপত্র নিয়মিত রোদে দিন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]