37123

08/26/2025 আসামি ধরতে গিয়ে চোরাকারবারিদের হামলায় ২ পুলিশ আহত, গ্রেফতার ৬

আসামি ধরতে গিয়ে চোরাকারবারিদের হামলায় ২ পুলিশ আহত, গ্রেফতার ৬

জেলা সংবাদদাতা, সুনামগঞ্জ

২৬ আগস্ট ২০২৫ ১৬:৫২

সুনামগঞ্জে একটি মামলার আসামি ধরতে গিয়ে চোরাকারবারিদের হামলার শিকার হয়েছে পুলিশ। আরও দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৫ আগস্ট) রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার ছাতক পৌর শহরের টেংগেররগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ছয়জনকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ছাতকের সুরমা সেতু এলাকায় গত ১৮ জুলাই ভারত থেকে অবৈধভাবে আনা ১৯ লাখ টাকার পণ্য জব্দ করেন সেনাবাহিনীর সদস্যরা। পরে এ ঘটনায় ছাতক পৌর শহরের টেংগেরগাঁও এলাকার বাসিন্দা শাহীন আহমদসহ কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা হয়।

পুলিশ সোমবার রাতে ওই মামলার আসামি ধরতে পৌর শহরের তিন নম্বর ওয়ার্ডের চেঙ্গারগাঁও এলাকায় যায়। সেখানে যাওয়ার পর ওই এলাকার বাসিন্দা মামলার আসামি শাহীন আহমদ ও তার সহযোগীরা পুলিশকে ঘিরে ধরে। এক পর্যায়ে পুলিশ আসামিদের ধরতে চাইলে তারা পুলিশের ওপর হামলা চালায়। এতে হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতের পুলিশের উপসহকারী পরিদর্শক (এএসআই) সাহাব উদ্দিন ও কনস্টেবল মোস্তাক আহমদ আহত হন।

খবর পেয়ে থানা থেকে আরও পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসে। পরে সাহাব উদ্দিনকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং মোস্তাক আহমদকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই অভিযান চালিয়ে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, টেংগারগাও এলাকার জয়নাল মিয়া (৩২), আক্তার মিয়া (২৭), মিলন মিয়া (২৫), মো. সাইমন মিয়া (২২), আলেয়া বেগম (৫০), বেদেনা বেগম (৫০)।

পুলিশের ওপর হামলার অভিযোগে ছাতক থানার উপপরিদর্শক (এসআই) রুমেন মিয়া বাদী হয়ে মঙ্গলবার ১২জনের নাম উল্লেখ এবং ১০-১৫ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেছেন। সোমবার রাতে আটক ব্যক্তিদের এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, চোরাকারবারিরা পুলিশের ওপর হামলা করেছে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। থানায় মামলা হয়েছে। পুলিশ ছয়জনকে গ্রেফতার করেছে। অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]