37027

08/26/2025 তাওয়াফের সময় তিন নির্দেশনা মানার আহ্বান

তাওয়াফের সময় তিন নির্দেশনা মানার আহ্বান

ধর্ম ডেস্ক

২৫ আগস্ট ২০২৫ ১৭:৫২

মসজিদুল হারামে তাওয়াফের সময় শৃঙ্খলা বজায় রাখতে ওমরাপালনকারীদের প্রয়োজনীয় আদব ও নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, কিছু সাধারণ নিয়ম ভঙ্গ করা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। এর মধ্যে অন্যতম হলো, তাওয়াফের সময় মাতাফ প্রাঙ্গণে থেমে যাওয়া। মাতাফে থেমে থাকার কারণে তাওয়াফের স্বাভাবিক গতি ব্যাহত হয়।

দ্বিতীয় নির্দেশনাটি হলো, বিপরীত দিকে হাঁটা। এর কারণে তাওয়াফের সুশৃঙ্খলায় সমস্যা তৈরি হয়।

এছাড়াও তাওয়াফের সময় হাতে লাগেজ বা ভারী জিনিস বহন করতে নিষেধ করা হয়েছে। এর কারণে অন্যদের জন্য অসুবিধা হয়।

এই নির্দেশনাগুলো মেনে চললে হজ ও ওমরাহর আনুষ্ঠানিকতা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা সহজ হবে এবং দর্শনার্থীদের অভিজ্ঞতার মান উন্নত হবে ও মসজিদুল হারামের ভেতরে সর্বোচ্চ নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত হবে বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়।

ডিএম/রিয়া

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]