রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আরও এক শিক্ষার্থী মারা গেছেন।
শনিবার (২৩ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, ওই শিক্ষার্থীর নাম তাসমিয়া। তাঁর বয়স ১৫ বছর। তিনি জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। তিনি ৩৫ শতাংশ বার্ন আক্রান্ত হন।
ডিএম/রিয়া