36702

08/24/2025 জীবনযাত্রাকে সহজ, দ্রুত ও কার্যকর করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা

জীবনযাত্রাকে সহজ, দ্রুত ও কার্যকর করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা

নিজস্ব প্রতিবেদক

১৯ আগস্ট ২০২৫ ২০:৪৯

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বর্তমান যুগে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে জানিয়ে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেছেন, স্বাস্থ্যসেবা, যানবাহন, ব্যবসা, শিক্ষা, বিনোদন, কৃষিসহ আরও নানা ক্ষেত্রে এআই প্রযুক্তি বিপ্লব ঘটাচ্ছে। এই বিপ্লবে যুক্ত হচ্ছে ভূমিসেবা। ভূমি ব্যবস্থাপনায় এআইয়ের মাধ্যমে নির্ভুল তথ্য পাওয়া যাবে।

তিনি বলেন, বর্তমানে এআই আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে এআই আমাদের জীবনযাত্রাকে আরও সহজ, দ্রুত ও কার্যকর করে তুলছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘ভূমি সেবায় এআইয়ের ব্যবহার এবং ব্লক চেইন সম্পর্কে ধারণা প্রদান’ শীর্ষক লার্নিং সেশন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা, যা মানুষের বুদ্ধিমত্তা ওে চিন্তাশক্তিকে কম্পিউটার দ্বারা অনুকরণ করার চেষ্টা করে। এটি মানব বুদ্ধিমত্তার মতো কাজ করে।

ভূমি জ্ঞান সিস্টেমে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার সন্নিবেশ করা হলে সাধারণ মানুষ তাঁদের প্রয়োজনীয় ভূমি আইনসহ যে কোনো সমস্যার সমাধান এই সিস্টেম খুব সহজে বের করে দেবে। ভূমি–সম্পর্কিত জ্ঞান এবং সব ধরনের তথ্য সবার হাতের মুঠোয় পৌঁছে দিতে ভূমি মন্ত্রণালয় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পোর্টালের মাধ্যমে সেবা দিতে কাজ করছে বলে জানান সিনিয়র সচিব।

সিনিয়র সচিব আরো বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে নামজারি শুনানির তারিখ সেবাগ্রহীতাকে ফোন করে জানানোর ব্যবস্থা গ্রহণ করে যাবে। নামজারি সম্পন্ন হওয়ার পর সেবা গ্রহণকারী সেবার মানের বিষয়ে মতামতও দিতে পারবেন। ভূমি মন্ত্রণালয় সেবামুখী মন্ত্রণালয়। এআই সিস্টেমে দুর্নীতির কোনো সুযোগই থাকবে না।

লার্নিং সেশনে আরো উপস্থিত ছিলেন– ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এএসএম সালাউদ্দিন নাগরী, অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত সচিব (আইন অনুবিভাগ) মো. আব্দুর রউফ, অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ) মো. এমদাদুল হক চৌধুরী, অতিরিক্ত সচিব (মাঠ প্রশাসন অনুবিভাগ) মোহাম্মদ মাহফুজুর রহমানসহ ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ডিএম/রিয়া

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]