32128

05/20/2025 এনবিআর কর্মকর্তারা সরকারের সঙ্গে আলোচনায় বসছেন আজ

এনবিআর কর্মকর্তারা সরকারের সঙ্গে আলোচনায় বসছেন আজ

অর্থনৈতিক প্রতিবেদক

২০ মে ২০২৫ ১০:২৫

সরকারের একতরফা সিদ্ধান্তে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির ঘোষণা দেওয়ার পর দেশের সব এনবিআর অফিসে কলম বিরতি কর্মসূচি পালন করছেন কর্মকর্তা-কর্মচারীরা। এতে রাজস্ব আদায়সহ গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড প্রায় অচল হয়ে পড়ে। তবে সরকার আলোচনার আহ্বান জানালে আন্দোলন সাময়িক স্থগিত করেছে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’।

মঙ্গলবার (২০ মে) বিকেল সাড়ে ৩টায় সরকারের সঙ্গে আলোচনায় বসছেন ঐক্য পরিষদের ১৫ থেকে ২০ জনের প্রতিনিধি দল।

এর আগে, গতকাল সোমবার (১৯ মে) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনের নিচে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

ঐক্য পরিষদের নেতারা জানান, প্রধান উপদেষ্টার নির্দেশনায় সরকারের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। এ প্রস্তাব পাওয়ার পরই আজকের আলোচনা সভায় অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। অর্থ উপদেষ্টা এবং উপদেষ্টামণ্ডলীর কয়েকজন সদস্য এই বৈঠকে উপস্থিত থাকবেন বলেও জানা গেছে।

সংবাদ সম্মেলনে তারা বলেন, ‘আমরা সব সময় আলোচনার পক্ষে। তাই আমরা আলোচনায় অংশ নিচ্ছি। আলোচনা কতটা ফলপ্রসূ হয়, তার ভিত্তিতেই আমরা পরবর্তী কর্মসূচি ঠিক করব।’

এনবিআর বিলুপ্তির ঘোষণা আসার পর গত ১৩ মে থেকে আন্দোলনে নামে কর্মকর্তা-কর্মচারীরা। ১২ মে রাতে সরকারের পক্ষ থেকে অধ্যাদেশ জারি করা হয়। অভিযোগ রয়েছে, পরামর্শক কমিটির সুপারিশ এবং সংশ্লিষ্ট অংশীজনের মতামত উপেক্ষা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, ১৩ মে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’-এর ব্যানারে আগারগাঁওয়ে অবস্থান কর্মসূচি থেকে কলম বিরতির ডাক দেওয়া হয়। এরপর ১৪, ১৫, ১৭, ১৮ এবং ১৯ মে টানা কর্মসূচি পালিত হয়।

ঐক্য পরিষদের তিনটি মূল দাবি— জারিকৃত অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে; রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসমক্ষে ওয়েবসাইটে প্রকাশ করতে হবে; এনবিআরের প্রস্তাবিত খসড়া এবং পরামর্শক কমিটির সুপারিশ নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে। এ আলোচনায় ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতাসহ সব অংশীজনের মতামত গ্রহণ করতে হবে।

সংগঠনের দাবি—অংশীজনের মতামত ছাড়া নেওয়া এমন সিদ্ধান্ত টেকসই রাজস্ব সংস্কারের পথে বড় বাধা হয়ে দাঁড়াবে। তাই তারা সার্বিক পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]