আসন্ন পবিত্র ঈদুল আজহার ছুটির সঙ্গে সমন্বয় করে শনিবার দেশের শেয়ারবাজারে লেনদেন হয়েছে। এ দিন শেয়ারবাজার ছিল ঊর্ধ্বমুখী। বেশিরভাগ শেয়ারের দাম বাড়লেও লেনদেন কমেছে।
শনিবার (১৭ মে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার পাশাপাশি সব মূল্যসূচক বেড়েছে।
দিনের লেনদেন শেষে সব খাত মিলিয়ে ডিএসইতে ২৭৭টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৭৯টির। আর ৪০টির দাম অপরিবর্তিত ছিল।
এ দিনে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮২০ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক আগের দিনের তুলনায় ১৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
সূচক বাড়লেও ডিএসইতে লেনদেনের পরিমাণ কমেছে। এ দিন লেনদেন হয়েছে ২৬২ কোটি ৮৬ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ২৯৬ কোটি ৮৪ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ৩৬ কোটি ৯৮ লাখ টাকা।
অন্য শেয়ারবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৪ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৫৮ প্রতিষ্ঠানের মধ্যে ৭৪টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৫৭টির এবং ২৭টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৯ কোটি ১৯ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১০ কোটি ২৯ লাখ টাকা।