31651

05/05/2025 ভারতে নিষিদ্ধ হানিয়া আমির, বললেন ‘কেঁদে ফেলব’!

ভারতে নিষিদ্ধ হানিয়া আমির, বললেন ‘কেঁদে ফেলব’!

বিনোদন ডেস্ক

৪ মে ২০২৫ ১৪:২২

কাশ্মীরের হামলাকে কেন্দ্র করে উত্তপ্ত ভারত-পাকিস্তানের সম্পর্ক। আঁচ লেগেছে দুই দেশের বিনোদন অঙ্গনে। পাকিস্তানের শিল্পীদের সামাজিক মাধ্যমেও নিষিদ্ধ করেছে ভারত সরকার। এ তালিকায় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরও আছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে অসংখ্য ভক্ত রয়েছে হানিয়ার। সামাজিক মাধ্যমে প্রিয় তারকাকে পাচ্ছেন না তারা। খুঁজে নিয়েছেন বিকল্প উপায়। হানিয়ার মুখ দেখতে ভারতীয়দের কেউ কেউ ব্যবহার করছেন ভিপিএন। সেসব জানিয়েছেন অভিনেত্রীকে।

ইনস্টাগ্রামে হানিয়ার বিভিন্ন ছবি ও ভিডিওর মন্তব্যের ঘরে তারা লিখেছেন, “আপনার কথা খুব মনে পড়ছে।” কেউ আবার লিখেছেন, “আপনাকে দেখার জন্য আমরা ভিপিএন পরিষেবা নিয়েছি।” ভক্তদের এমন মন্তব্য আবেগপ্রবণ করে তুলেছে হানিয়াকে। জবাবে তিনি লিখেছেন, “আমি কিন্তু এবার কেঁদে ফেলব।”

এদিকে কাশ্মীরের যে ঘটনাকে কেন্দ্র করে এ অস্থিরতা তা নিয়েও সরব হয়েছিলেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে লিখেছিলেন, “যেকোনো স্থানের দুর্ঘটনাই আমাদের কাছে দুঃখজনক। এই ঘটনায় যে নিরীহ মানুষেরা প্রাণ হারালেন তাদের জন্য আমার মন ভারাক্রান্ত। যন্ত্রণা, শোক ও আশা এই তিন মিলিয়ে আমরা সবাই এখন একসঙ্গে। নিরীহ প্রাণের এমন পরিণতি হলে, সেই যন্ত্রণা শুধু তার একার থাকে না, সেই যন্ত্রণা আমাদের সবার হয়ে যায়। আমরা যে এলাকার-ই মানুষ হই না কেন, শোকের একটাই ভাষা হয়। আমরা যেন সবার আগে মানবতাকেই বেছে নিতে পারি।”

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]