31631

05/05/2025 ভূমিদস্যু শাহজাহান মাস্টারের প্রতারণার শিকার শতাধিক পরিবারের মানববন্ধন

ভূমিদস্যু শাহজাহান মাস্টারের প্রতারণার শিকার শতাধিক পরিবারের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

৪ মে ২০২৫ ১০:৪৪

ভূমিদস্যু শাহজাহান মাস্টারের প্রতারণার শিকার শতাধিক পরিবার গতকাল শনিবার (৩ মার্চ) প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন।

জানা যায়, মাকান গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর প্রতারক, ভূমিদস্যু, অর্থলোভী, পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর জাতীয় পার্টির ধানমন্ডি থামনার সভাপতি হাজী মোহাম্মদ শাজাহান (কথিত শাহজাহান মাস্টার) ডেভলপার ব্যবসার মাধ্যমে কেরানীগঞ্জ মধ্যচরে মুন সিটি-১, মুন সিটি-২, মুন সিটি-৩, হাজারীবাগ মডেল টাউন, বাড্ডা মডেল টাউন, মাকান মডেল টাউন, মাকান রিভার ভিউ ও আরো বিভিন্ন নামে কয়েকটি প্রকল্প চালু করেন।

এ সকল প্রকল্প চালুর পর থেকে দলীয় প্রভাব খাটিয়ে একই প্লট একাধিক ব্যক্তির কাছে বিক্রি, ক্ষেত্রবিশেষে প্লট বিক্রি করে রেজিস্ট্রি না দেওয়া প্লট বুঝিয়ে না দেওয়া এমনকি পরিপূর্ণ টাকা নেওয়ার পরেও রেজিস্ট্রি না দেওয়া বা প্লট বুঝে না দেওয়ার মত কর্মকান্ড শুরু করেন শাহজাহান। এমন কর্মকান্ডে সর্বশান্ত হতে চলেছে অসংখ্য নিরীহ মানুষ।

তারা জানান, কয়েক দফায় পরিপূর্ণ টাকা পরিশোধের পরও তারা এখন পর্যন্ত প্লটের মালিকানা বুঝে পাননি, পাননি রেজিস্ট্রেশনও। ভুক্তভোগীদের অভিযোগ তাদের যে জায়গা বুঝিয়ে দেওয়া হয়েছে তা ইতিমধ্যে আরেকজনের কাছে বিক্রি করা হয়েছে। এসকল বিষয়ে ভুক্তভোগীরা চেয়ারম্যান বা এমডির সাথে কথা বলতে চাইলে তাদেরকে সশস্ত্র ক্যাডার বাহিনী দিয়ে ভয়-ভীতি প্রদর্শন করা হয়। ক্ষেত্রবিশেষে এ প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে জানান তারা। বর্তমানে শাহজাহান মাস্টার ভুক্তভোগীদের মামলায় জেল হাজতে রয়েছে। ভুক্তভোগীগণ শাহজাহান মাস্টার ও তার পরিবারের শাস্তি নিশ্চিত ও তাদের প্রাপ্য ফিরে পেতে সরকারের প্রতি আকুল আবেদন জানান।

মানব বন্ধনে রক্তব্য রাখেন মুন সিটি প্লট মালিক সমিতির সমন্বয়ক মো. সালাউদ্দিন, সদস্য হাবিবুর রহমান ফিরোজ, মুহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]