31628

05/05/2025 জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে কাজ করবে এনএসডিএ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে কাজ করবে এনএসডিএ

নিজস্ব প্রতিবেদক

৩ মে ২০২৫ ১৮:৫৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা, উন্নয়ন ও ইন্ডাস্ট্রি একাডেমিয়া সংযোগ বৃদ্ধিসহ দক্ষতা প্রশিক্ষণে একযোগে কাজ করবে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)। শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানোর প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

শনিবার (৩মে) জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)-এর সভাকক্ষে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়।

এ সমঝোতা স্মারকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)-এর পক্ষে নির্বাহী চেয়ারম্যান (সচিব) নাসরীন আফরোজ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম আব্দুর রাজ্জাক এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় উচ্চতর শিক্ষার ৭০% নিয়ন্ত্রণ করে। তাই বেকার জনগোষ্ঠীর একটা বড় অংশকে দক্ষ জনগোষ্ঠীতে রূপান্তর করার দায়িত্বও এই বিশ্ববিদ্যালয়ের। দক্ষ মানবসম্পদ হওয়ায় প্রতিবেশি দেশসমূহসহ বিভিন্ন দেশের গ্রাজুয়েটরা উচ্চ বেতনে বিশ্বের চাকরির বাজারে সম্মান নিয়ে কাজ করে। কিন্তু দক্ষতার অভাবে আমাদের দেশের গ্রাজুয়েটরা স্বল্প বেতনে বাইরে কাজ করে। এই চিত্র পরিবর্তনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় একযোগে কাজ করে যাচ্ছে।

প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া বলেন, দক্ষ জনশক্তি গড়ে তোলায় জাতীয় বিশ্ববিদ্যালয়সহ বুয়েট, রুয়েট ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]