24179

05/06/2025 রেমিট্যান্সের পালে হাওয়া, আগস্টে এলো ২২২ কোটি ডলার

রেমিট্যান্সের পালে হাওয়া, আগস্টে এলো ২২২ কোটি ডলার

অর্থনৈতিক প্রতিবেদক

১ সেপ্টেম্বর ২০২৪ ২০:২২

আওয়ামী সরকারের পতনের পর আগস্ট মাসে রেমিট্যান্সের (প্রবাসী আয়) পালে হাওয়া লেগেছে। গত আগস্ট মাসে প্রবাসী আয় এসেছে ২২২ কোটি মার্কিন ডলার (২ দশমিক ২২ বিলিয়ন ডলার)। যা বাংলাদেশি মুদ্রায় ২৬ হাজার কোটি টাকার বেশি।

রেমিট্যান্সের এ প্রবাহ গত জুলাই মাস ও আগের বছরের আগস্টের চেয়ে বেশি। ১ লাখ ১৩ হাজার ২৪৫ কোটি টাকা পাচার, এস আলমের বিরুদ্ধে অনুসন্ধান শুরু।

রোববার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাংবাদিকদের এ তথ্য জানান।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, জুলাইয়ে প্রবাসীরা আয় এসেছিল ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। আর আগের বছরের আগস্টে প্রবাসী আয় এসেছিল ১৫৯ কোটি ৯৪ লাখ ৪০ হাজার মার্কিন ডলার।

জুলাই মাসে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে সময় প্রবাসী আয় কমে যায়। ছাত্রদের কোটা সংস্কারের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে জুলাই মাসে প্রবাসী আয় পাঠানো কমিয়ে দেন প্রবাসীরা। এ জন্য জুলাই মাসে প্রবাসী আয় আশঙ্কাজনকভাবে কমে যায়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]