16659

09/02/2025 সাতপাকে বাঁধা পড়ছেন সৌরভ-দর্শনা বণিক

সাতপাকে বাঁধা পড়ছেন সৌরভ-দর্শনা বণিক

বিনোদন ডেস্ক

২৮ নভেম্বর ২০২৩ ১৭:০৬

পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তীর বিয়ের আনন্দের রেশ থাকতেই খবরে এলো টলিউডের আরেকটি বিয়ের। এবার বিয়ে করতে যাচ্ছেন সৌরভ দাস এবং দর্শনা বণিক। আগামী ১৫ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তারা।

বেশ কিছুদিন ধরেই এ জুটির প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল টলিউডের আনাচে কানাচে। তখন তারা পরস্পরকে ‘ভাল বন্ধু’র আখ্যা দেন। অবশেষে সেই বন্ধুত্বই এবার পরিণতি পাচ্ছে। যার আয়োজন চলছিল গত ছ’সাত মাস ধরে।

জানা গেছে, বিয়ের দিন বাঙালি সাজেই দেখা যাবে হবু বর-কনেকে। দর্শনার বিয়ের লাল বেনারসি কেনা হয়ে গিয়েছে। অন্যদিকে পর্দার ‘মণ্টু পাইলট’ সৌরভ সাজবেন ধুতি পাঞ্জাবীতে।

কলকাতার পাশাপাশি দর্শনা বণিক বাংলাদেশেও বেশ পরিচিত। বেশ কয়েকবারই এখানে এসেছেন। কাজ করেছেন ঢাকাই সিনেমাতেও। অপারেশন সুন্দরবন সিনেমায় দেখা গেছে তাকে।

এছাড়াও শাকিব খানের বিপরীতে 'অন্তরাত্মা' সিনেমায় অভিনয় করেছেন তিনি, যা রয়েছে মুক্তির অপেক্ষায়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]