12581

05/14/2025 নোংরা পরিবেশে খাবার তৈরি, দুই বেকারিকে জরিমানা

নোংরা পরিবেশে খাবার তৈরি, দুই বেকারিকে জরিমানা

চাঁদপুর থেকে

১০ মে ২০২৩ ২১:৫৫

চাঁদপুরের ফরিদগঞ্জে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি এবং মেয়াদের তারিখ না থাকায় দুই বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১০ মে) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক নুর হোসেন এ অভিযানের নেতৃত্ব দেন। অভিযানে পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

সহকারী পরিচালক নুর হোসেন জানান, আজ দুপুরে ফরিদগঞ্জ উপজেলার নয়ারহাট বাজারে অভিযান পরিচালনার সময় নোংরা পরিবেশে খাবার তৈরি এবং খাবারের প্যাকেটের গায়ে উৎপাদন ও মেয়াদের তারিখ না থাকায় ডলফিন বেকারির মালিককে পাঁচ হাজার এবং আলম ফুডের মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিতকরণসহ ভেজাল দূর করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]