মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


শেরে বাংলা স্বর্ণ পদক পেলেন নাগালে সার্ভিসেসের রায়হান মাহমুদ


প্রকাশিত:
২৭ অক্টোবর ২০২৪ ০০:০৩

আপডেট:
১৩ মে ২০২৫ ২০:০৭

ফাইল ছবি

তরুণ উদ্যোক্তা এবং সামাজিক কার্যক্রমে বিশেষ অবদানের জন্য শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৪ পেয়েছেন নাগালে সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান এবং কোডস ব্রেক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রায়হান মাহমুদ।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে ঢাকার কেন্দ্রীয় কচি-কাঁচা মিলনায়তনে সেগুনবাগিচায় শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে তাকে এ পদক দেওয়া হয়। শেরে বাংলার দৌহিত্র সাবেক তথ্য সচিব ও সংগঠনের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ ও বিচারপতি ড. মো. আবু তারিক তার হাতে পুরস্কার তুলে দেন। এ কে ফজলুল হকের ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এ আয়োজন করা হয়।

সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিচারপতি ড. মো. আবু তারিক। অনুষ্ঠানে বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব পীরজাদা শহিদুল হারুন, সংগঠনের চেয়ারম্যান সেলিনা আক্তার, সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা প্রমুখ উপস্থিত ছিলেন।

রায়হান মাহমুদ নানাবিধ সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত। বিশেষ করে সমগ্র বাংলাদেশ থেকে দারিদ্র দূরীকরণ এবং প্রান্তিক মানুষদের স্বাবলম্বীকরণের লক্ষ্যে শতভাগ সুদমুক্ত ঋণসহ নানাবিধ কার্যক্রমের প্রতিষ্ঠান মসজিদ ডট লাইফের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top