ক্লাব এবং সমর্থকদের সঙ্গে সম্পর্ক যখন খারাপের দিকে, প্যারিসের কর্তারা যখন একসময়ের বিশ্বরেকর্ড সাইনিংকে তাড়িয়ে দিতে মরিয়া, ঠিক সে সময়ই নেইমার বলেছিলেন, ‘এই মৌসুমে আমার সব শট, ফ্রি-কিক, হেডার জাল কাঁপাবে। আমি আত্মবিশ্বাসী। আমি ছুটির সময় অনেক অনুশীলন করেছি।’
কথা রেখেছেন নেইমার। প্রাক-মৌসুম থেকেই পায়ের জাদু দেখানো শুরু করেছিলেন। জাপানে প্রাক-মৌসুম সফরের শেষ ম্যাচে জোড়া গোল দিয়ে শুরু, এরপর গোল আর অ্যাসিস্টের পসরা সাজিয়ে শুরু করেছেন নতুন মৌসুম।
নতুন কোচের অধীনে পুরনো জৌলুস ফিরে পেয়েছেন নেইমার। চার ম্যাচে এখন পর্যন্ত ৭ গোল করেছেন, আর অ্যাসিস্ট ৬টি। লিগ আঁ’তে সবশেষ ম্যাচে জোড়া গোলের সঙ্গে অ্যাসিস্টের হ্যাটট্রিক করেছেন নেইমার। মেসি এবং এমবাপ্পের সঙ্গে পিএসজির আক্রমণভাগে তার রসায়নও একেবারে জমে ক্ষীর।
নেইমার নিজের পারফর্ম্যান্স দিয়ে মেসি, এমবাপ্পেকেও পেছনে ফেলে দিয়েছেন। চলতি মৌসুমে মেসি এখন পর্যন্ত গোল করেছেন ৪ টি, করিয়েছেন ৩ টি কিন্তু এমবাপ্পে ৪ গোল করলেও করাতে পারেননি একটিও।
 
        
      .png.png)