42321

12/29/2025 হাজার গোল হবেই, নিশ্চিত রোনালদো

হাজার গোল হবেই, নিশ্চিত রোনালদো

খেলা ডেস্ক

২৯ ডিসেম্বর ২০২৫ ১৫:১৯

ক্রিশ্চিয়ানো রোনালদোর বয়স এখন ৪০। তবে বয়স যেন তার খেলায় কোনো প্রভাবই ফেলেনি। সৌদি ক্লাব আল নাসরের হয়ে তিনি এখনও দারুণ পারফরম্যান্স দেখিয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, এবার তিনি জিতেছেন মধ্যপ্রাচ্যের সেরা ফুটবলারের পুরস্কার। এই স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক সংস্থা গ্লোব সকার।

২০২৫ সালটা রোনালদোর জন্য ছিল খুবই সফল। তিনি পর্তুগালকে এনে দিয়েছেন দ্বিতীয়বারের মতো নেশন্স লিগের শিরোপা। পাশাপাশি আল নাসরের হয়ে করেছেন অনেক গুরুত্বপূর্ণ গোল।

চলতি মৌসুমে আল নাসর দারুণ ছন্দে রয়েছে। এখন পর্যন্ত খেলা ১০টি ম্যাচের সবগুলোতেই জয় পেয়েছে দলটি। শুরুর ১০ ম্যাচে টানা জয়ের রেকর্ড গড়া প্রথম দলও তারা। এই সাফল্যে বড় ভূমিকা রেখেছেন রোনালদো নিজেই।

এ কারণেই গ্লোব সকারের এই পুরস্কারের জন্য তিনি ছিলেন অন্যতম দাবিদার। শেষ পর্যন্ত পুরস্কারটি তার হাতেই উঠেছে।

এদিকে রোনালদো এগিয়ে চলেছেন এক ঐতিহাসিক রেকর্ডের দিকে। ফুটবল ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে তিনি ১০০০ গোলের মাইলফলক ছুঁতে পারেন ২০২৬ সালেই।

এই বিষয়ে রোনালদো বলেন, “আমি এখনও খুব অনুপ্রাণিত। আমি আরও শিরোপা জিততে চাই। আপনারা সবাই জানেন, আমি সেই সংখ্যাটাও (১০০০ গোল) ছুঁতে চাই। যদি চোট না থাকে, ইনশাআল্লাহ, আমি সেটা ছুঁতে পারব।”

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]