42311

12/29/2025 অ্যাওয়ার্ড নাইটে নজর কাড়লেন মেহজাবীন

অ্যাওয়ার্ড নাইটে নজর কাড়লেন মেহজাবীন

বিনোদন ডেস্ক

২৯ ডিসেম্বর ২০২৫ ১৩:৩৮

নাটক-ওটিটির গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের আধিপত্য দেখিয়েছেন মেহজাবীন চৌধুরী। শুধু তাই নয়, ফ্যাশন সেন্সেও অনেকটাই এগিয়ে এই অভিনেত্রী। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এবার নতুন লুকে দেখা মিলল মেহজাবীনকে।

সামাজিক মাধ্যমে সরব এই অভিনেত্রী নিয়মিতই নিজের ব্যক্তিগত ও পেশাদার জীবনের বিশেষ মুহূর্তগুলো ভক্তদের সাথে ভাগ করে নেন। এবারও তার ব্যতিক্রম হলো না।

গত রাতে বিএফডিএ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত হন মেহজাবীন। সেখান থেকে চলচ্চিত্র বিভাগের শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মাননাও পান তিনি। এমন সাফল্যের সঙ্গে আলোচনায় চলে এসেছে তার এক নজরকাড়া লুক।

সামাজিক মাধ্যমে ভাইরাল কিছু ভিডিওতে দেখা যায়, এদিন সন্ধ্যায় স্বামী নির্মাতা আদনান আল রাজীবকে নিয়ে উপস্থিত হন মেহজাবীন। সেখানে তাদের উপস্থিতিতে সবার মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। তবে জমকালো এই আয়োজনে মেহজাবীনের স্টাইলিশ উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠান শেষে মেহজাবীন ফেসবুকে একগুচ্ছ ছবি শেয়ার করেন। ছবিতে তাকে দেখা যায়, একটি উজ্জ্বল কালো রঙের লং গাউনে। পোশাকটির উপরিভাগে দেখা যায় টাই-আপ ডিটেইল; যার তার পোশাকের আভিজাত্য বাড়িয়ে দিয়েছে।

তার অনবদ্য লুক ও হেয়ারস্টাইলও নজর কেড়েছে ভক্তদেরসাইড-পার্টেড, নিচের দিকে হালকা কার্ল করা হেয়ার স্টাইল; মেকআপে ছিল গ্লসি টাচ এবং ঠোঁটে মানানসই ডার্ক শেডের লিপস্টিককানে পরেছিলেন সাদা মুক্তার ইয়ারিংসসঙ্গে হাতে ছিল স্টাইলিশ হ্যান্ডব্যাগ; সব মিলিয়ে তার পুরো লুকে ছিল আভিজাত্যআধুনিকতার ছোঁয়াক্যাপশনে লিখেছেন, ‘বিএফডিএ অ্যাওয়ার্ড নাইট লুক।’

মেহজাবীনের এই ছবিগুলো পোস্ট করার পরপরই ভক্তদের প্রশংসায় ভাসতে শুরু করেন তিনিকমেন্ট বক্সে এক ভক্ত লিখেছেন, ‘সকাল সকাল মনটা ভালো হয়ে গেল, জাস্ট লুকিং ওয়াও!’ অনেকে তাকেগর্জিয়াসবলে অভিহিত করেছেন

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]