42294

12/29/2025 বর্ষসেরা দেম্বেলে, মধ্যপ্রাচ্যের সেরা রোনালদোর ঘোষণা ‘এক হাজার গোল করবই’

বর্ষসেরা দেম্বেলে, মধ্যপ্রাচ্যের সেরা রোনালদোর ঘোষণা ‘এক হাজার গোল করবই’

খেলা ডেস্ক

২৯ ডিসেম্বর ২০২৫ ১১:১২

২০২৫ সাল স্মরণীয় রাখতে যা পাওয়ার তার সবই পেলেন উসমান দেম্বেলে। পিএসজিকে প্রথমবার চ্যাম্পিয়নস লিগের চ্যাম্পিয়ন করতে অসামান্য অবদান রেখেছেন। তারই স্বীকৃতিতে পেয়েছেন ব্যালন ডি’অর ও ফিফার বর্ষসেরার পুরস্কার

বছর শেষ হওয়ার আগে দুবাইতে গ্লোব সকার অ্যাওয়ার্ডসেও ‘সেরা পুরুষ খেলোয়াড়’ হলেন ফরাসি তারকা। বার্সেলোনা সুপারস্টার লামিনে ইয়ামাল ও আল নাসর তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও জমকালো আয়োজনে পুরস্কৃত হয়েছেন।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ফুটবলের সেরাদের স্বীকৃতি দেওয়ার মঞ্চে আলো কাড়লেন তারকারা। তাদের মাঝে শীর্ষ পুরস্কার গেল দেম্বেলের হাতে। সব প্রতিযোগিতা মিলিয়ে গত মৌসুমে ৩৫ বার গোল করে দলকে তিনি এনে দিয়েছেন একাধিক শিরোপা। লিগ ওয়ান ও ফরাসি কাপসহ ৬ ট্রফি জেতা দেম্বেলে কিলিয়ান এমবাপে, রাফিনহা এবং লামিন ইয়ামালকে পেছনে ফেলে সেরা হয়েছেন।

ব্যালন ডি’অর ও ফিফা বর্ষসেরার পর গ্লোব সকার অ্যাওয়ার্ডসের শীর্ষ পুরস্কারের দৌড়েও দেম্বেলের কাছে হেরেছেন ইয়ামাল। তবে ১৮ বছর বয়সী বার্সা তারকা দুটি পুরস্কার পেয়েছেন। সেরা ফরোয়ার্ড হয়েছেন তিনি, পাশাপাশি ডিয়েগো আরমান্দো ম্যারাডোনা অ্যাওয়ার্ড জিতেছেন। প্রয়াত কিংবদন্তির সম্মানে বল পায়ে দারুণ দক্ষতা ও প্রতিভার স্বীকৃতি দিতে এই পুরস্কারের প্রচলন।

এদিকে রোনালদো জিতেছেন বর্ষসেরা মধ্যপ্রাচ্যের খেলোয়াড়ের পুরস্কার। ৯৫৬ গোলের মালিক দুবাইয়ের মঞ্চে ঘোষণা দিলেন এক হাজার গোলের মাইলফলকে ছোঁয়ার বাসনা। করিম বেনজেমা, রিয়াদ মাহরেজদের ছাপিয়ে পুরস্কার জয়ী সিআরসেভেন বলেন, ‘আমার লক্ষ্য এখনো গোল করে যাওয়ার। আরও বেশি ট্রফি জিততে চাই এবং নতুন ব্যক্তিগত লক্ষ্য অর্জন করতে চাই। আমি এক হাজার গোলে করবই, যদি ইনজুরিতে না পড়ি।’

২০২৫ গ্লোব সকার অ্যাওয়ার্ডসের অন্যান্য বিজয়ীরা:

সেরা উদীয়মান খেলোয়াড়: দেজিরে দুয়ে (পিএসজি)

সেরা ফরোয়ার্ড: লামিন ইয়ামাল (বার্সেলোনা)

সেরা কোচ: লুইস এনরিকে (পিএসজি)

মিডল ইস্ট সেরা খেলোয়াড়: ক্রিশ্চিয়ানো রোনালদো (আল-নাসর)

সেরা ক্লাব: প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]