42239

12/27/2025 ২১ শতকের সেরা ক্রীড়াবিদ মেসি, শীর্ষ দশে আছেন যারা

২১ শতকের সেরা ক্রীড়াবিদ মেসি, শীর্ষ দশে আছেন যারা

খেলা ডেস্ক

২৭ ডিসেম্বর ২০২৫ ১৮:৪৩

নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারে জিতেছেন অসংখ্য শিরোপা ও পুরস্কার। ২০২৫ সালের শেষপ্রান্তে এসে লিওনেল মেসির মুকুটে যুক্ত হলো আরও একটি গৌরবময় পালক। ফরাসি ভাষার কানাডীয় গণমাধ্যম লে জার্নাল কুইবেক ঘোষণা করেছে, ২১ শতকের প্রথম ২৫ বছরের সেরা ক্রীড়াবিদ লিওনেল মেসি।

ফুটবল থেকে শুরু করে অলিম্পিক, টেনিস, বাস্কেটবল ও অ্যাথলেটিকস। বিভিন্ন খেলাকে এক ছাতার নিচে এনে তৈরি করা এই তালিকায় বিশ্বক্রীড়ার সবচেয়ে প্রভাবশালী তারকারাই জায়গা পেয়েছেন। আর সেই তালিকার একেবারে শীর্ষে উঠে এসেছেন আর্জেন্টাইন মহাতারকা মেসি।

ক্লাব ফুটবল হোক কিংবা জাতীয় দল, মেসির সাফল্য ছুঁয়েছে সব পর্যায়। বার্সেলোনা দিয়ে শুরু করে পিএসজি, ইন্টার মিয়ামি ও আর্জেন্টিনা জাতীয় দল। সব জায়গাতেই জিতেছেন ট্রফির পর ট্রফি। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে জিতেছেন কাঙ্ক্ষিত বিশ্বকাপও।

ব্যক্তিগত অর্জনের দিক থেকেও মেসির ধারেকাছেও কেউ নেই। রেকর্ড ৮ বার ব্যালন ডি’অর। বার্সেলোনা ও আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলদাতা। অসংখ্য লিগ, কাপ ও আন্তর্জাতিক শিরোপা

এছাড়া শীর্ষ ১০–এ লে জার্নাল কুইবেক প্রকাশিত তালিকায় মেসির পরের অবস্থানগুলোও দখল করেছেন বিশ্বক্রীড়ার কিংবদন্তিরা। ২ নম্বরে আছেন আমেরিকান ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা তারকা টম ব্র্যাডি। নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টস ও টাম্পা বে বুকানিয়ার্সের হয়ে তিনি জিতেছেন রেকর্ড ৭টি সুপার বোল। যা আগে কোনো কোয়ার্টারব্যাক পারেননি।

৩ নম্বরে রয়েছেন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি সাঁতারু মাইকেল ফেলপস। ২০০৪ থেকে ২০১৬ সালের মধ্যে অলিম্পিকে জিতেছেন ২৮টি পদক, যার মধ্যে ২৩টিই সোনা। ২০০৮ বেইজিং অলিম্পিকে এক আসরেই ৮টি স্বর্ণ জিতে গড়েছিলেন ইতিহাস।

৪ নম্বরে জায়গা পেয়েছেন টেনিসের রানী সেরেনা উইলিয়ামস। এরপর রয়েছেন ৫ নম্বরে দৌড়বিদ উসাইন বোল্ট, ৬ নম্বরে বাস্কেটবল সুপারস্টার লেব্রন জেমস, ৭ নম্বরে টেনিস তারকা নোভাক জোকোভিচ, ৮ নম্বরে জিমন্যাস্টিকস তারকা সিমোন বাইলস, ৯ নম্বরে বাস্কেটবল কিংবদন্তি কোবি ব্রায়ান্ট, ১০ নম্বরে মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো

এই তালিকা শুধু ট্রফি বা পরিসংখ্যানের গল্প নয়, বরং একটি শতাব্দীতে কে নিজের খেলাটাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছেন তার স্বীকৃতি। সেই বিচারে লিওনেল মেসি শুধু ফুটবলের নন, পুরো ক্রীড়াজগতেরই এক অনন্য আইকন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]