এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ৫০ জন গ্রাহকের ৯৪ লাখ ৯৭ হাজার ৫৬৬ টাকা আত্মসাতের অভিযোগে ডাচ বাংলা ব্যাংকের শীর্ষ কর্মকর্তাসহ ৯ জনের নামে মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১২ নভেম্বর) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম মামলার বিষয়টি জানিয়েছেন।
আসামিরা হলেন, ডাচ বাংলা ব্যাংকের আওতাধীন খুলনা নগরীর আড়ংঘাটা বাজারের মুনমানহা এজেন্ট শাখার প্রোপাইটর এস এম সোহেল মাহমুদ, টেলর মো. আব্দুল হান্নান, আউটলেট রিলেশন অফিসার পলি খাতুন।
এছাড়া ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন, ডেপুটি মানেজিং ডিরেক্টর মো. সাহাদৎ হোসেন, সাবেক এরিয়া ম্যানেজার মো. আশরাফুল ইসলাম, সাবেক রিজিওনাল হেড এইচ, এম কামরুজ্জামান, এজেন্ট ব্যাংকিং ডিভিশনের বিভাগীয় প্রধান আহাম্মেদ আসলাম আল ফেরদৌস ও ফিনান্সিয়াল ইউনিটের প্রধান মো. ফরহাদ মাহমুদ।
দুদকের অভিযোগে বলা হয়, ২০১৮ সালে খুলনার আড়ংঘাটা বাজারে মুনমানহা নামে ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখা অনুমোদন পায়। সেখানে স্থানীয়ভাবে আর্থিক সেবা সহজলভ্য করতে ব্যাংকটির উদ্যোগে গ্রাহক লেনদেন, আমানত, প্রবাসী রেমিট্যান্স, ঋণ ও বিল পরিশোধের সেবা দেওয়া হচ্ছিল। আসামিরা নিম্ন ও মধ্য শ্রেণির ৫০ জন গ্রাহকের ৯৪ লাখ ৯৭ হাজার ৫৬৬ টাকা আত্মসাৎ করে শাখা বন্ধ না করে আত্মগোপনে চলে যান।
আসামিদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা তৎসহ দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।